একাকী জীবন
একাকী জীবন
মোঃ সেলিম খাঁন
ব্যাস্ততার মাঝে কেটে যায় সারা দিন,
কত কষ্ট করতে হয় আমাকে
মাথার ঘাম পায়ে ফেলে দু-টাকা রোজগারের তরে,
এই একাকী জীবন নিয়ে সারা দিন খাটি।
তব কেউ আসে না একটু সাহায্যের হাত বাড়াতে,
আমার দু-চোখে বেদনার জল চুয়ে-চুয়ে পড়ে,
সারা দিন খাটতে-খাটতে ক্লান্ত হয়ে পড়ি
এই নিঃসঙ্গ একাকী জীবন নিয়ে ।
হাজারো দুঃখ্য দৈন্যকে উপেক্ষা করে ছুটে চলেছি
এই পৃথিবীতে একটু দূর সুখের প্রতিক্ষায়।
তন্দ্রা, নিন্দ্রা বিসর্জন দিয়ে ধর্য্যে নিজেকে অটুট রেখে,
মাধুরীর স্নিগ্ধ মোলায়েম মুক্ত ঝরার হাসি নিয়ে,
সকলের সেই অনুভবতার আপাত দৃষ্টিকে হরন করে,
একাকী জীবন নিয়ে ছুটে চলেছি কিঞ্চিত মাত্র দূর সুখের প্রতিক্ষায়।
একাকী জীবন কতটা কষ্টের তা আমি বুঝেছি ,
নিদ্রা বিহীন আমার দু-চোখের অশ্রু
শ্রাবনের বৃষ্টির মতো ঝরে পড়া কান্নায়।
আমি জানি না কবে মুচে যাবে,
আমার একাকী জীবনের সিক্ত সব নিরবতা।
জানি না কবে পাবো একটু সুখের দেখা!
ক্ষত-বিক্ষত হৃদয় দু-চোখ ভরা অশ্রু নিয়ে,
বুকে জমানো হাজারো কষ্টের ঢেউ নিয়ে,
রক্তাক্ত হৃদয়ে বয়ে চলা রক্ত নদীর শ্রোত ধারায় একাকী জীবন নিয়ে,
ছুটে চলেছি একটু দূর সুখের আশায়
একাকী জীবন আমার নিঃসঙ্গ একাকী জীবন ।।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন