‘একাত্তর জার্নালের’ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী আদেশ
৭১ টেলিভিশনের জমা দেওয়া খবর ও আলোচনা অনুষ্ঠান ‘একাত্তর জার্নালের’ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ কথা জানান। গত রোববার ৭১ টিভির ওই অডিও ও ভিডিওর রেকর্ড আদালতে জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত মঙ্গলবার স্বপ্রণোদিত হয়ে ১৬ আগস্টের মধ্যে ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড জমা দেওয়ার জন্য ৭১ টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চূড়ান্ত রায় প্রকাশের আগে গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ হয়। নিবন্ধটির লেখক পত্রিকারটির নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।
নিবন্ধে সাকা চৌধুরীর মামলায় রায় প্রদানকারী এক বিচারকের সঙ্গে সাকা পরিবারের সাক্ষাৎ হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই নিবন্ধ আদালতের নজরে এলে ২৯ জুলাই স্বপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে রুল জারিসহ তলব করেন আপিল বিভাগ। এরপর ১০ আগস্ট ওই রুলের শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন শুনানিতে জনকণ্ঠের পক্ষে আইনজীবী সালাউদ্দিন দোলন আদালতে একটি অডিও রেকর্ডের শ্রুতিলিখন উপস্থাপন করেন, যাতে বিএনপি নেতা সাকা চৌধুরীর যুদ্ধাপরাধ মামলা ও বিএনপি নেতা মওদুদ আহমদের বাড়ি নিয়ে মামলার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির কথোপকথন ছিল।
একাত্তর টেলিভিশন ১০ আগস্ট তাদের খবরে ওই অডিও রেকর্ড সম্প্রচার করে এবং রাতে সংবাদ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’-এ ওই রেকর্ডের বিষয়ে আলোচনা করে। ওই অনুষ্ঠান নজরে এলে মঙ্গলবার আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতামত শোনেন। পরে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড আদালতে জমা দিতে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন