একাধিক পদে নিয়োগ দিচ্ছে প্যান সোনারগাঁও হোটেল, আবেদন প্রক্রিয়া জেনে নিন-

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। ‘কোঅর্ডিনেটর অফিসার অব এক্সিকিউটিভ অফিস’ এবং ‘রিসিপশনিস্ট ’ পদে নিয়োগ দেওয়া হবে। শুধু নারী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।
কোঅর্ডিনেটর অফিসার অব এক্সিকিউটিভ অফিস
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ও-লেভেল এবং এ-লেভেল পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। প্রার্থীদের অন্য কোনো ভাষায় দক্ষতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শিতা থাকতে হবে।
রিসিপশনিস্ট
পদটিতে নিয়োগ দেওয়া হবে দুজন। যেকোনো স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রিসিপশন, কাস্টমার সার্ভিস বা ফ্রন্ট ডেস্ক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি যেকোনো বিষয় উপস্থাপনে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
ডাকযোগে বা প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’। শুধু রিসিপশনিস্ট পদের জন্য বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের সুযোগ থাকবে ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকে নিয়োগঃ ১৬৬৩ পদে চাকুরী
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকের মধ্যে সাতটি ব্যাংক একযোগে নিয়োগবিস্তারিত পড়ুন

বিভিন্ন পদে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
শূন্য পদে জনবল নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এডুকেশনবিস্তারিত পড়ুন

রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে প্রাণ-আরএফএল।
প্রাণ-আরএফএল গ্রুপ রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে। যোগ্যতা :বিস্তারিত পড়ুন