শনিবার, জুলাই ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক ‘গুনাহগার’ বোনের আবেগঘন চিঠি !

সেই কিশোরী বেলা থেকে যৌবনকালের সুদীর্ঘ পথচলায় দারুন ‘খ্যাতি’ অর্জন করেছিলো মেয়েটি। রুপালী জগতের ‘দুর্নিবার’ মোহ , পার্থিব জগতের ভোগ বিলাসে মত্ত থাকাই ছিলো তার নিত্যদিনের কাজ । আধুনিকতার আদলে ‘নিষিদ্ধ উছৃংখলতার’ জালে বুদ হয়ে থাকা মেয়েটি সেসময়ে শুধু নিজেই আনন্দ-উল্লাসে ভাসেনি! রঙ্গিন পর্দায় খোলা-মেলা পোশাকে নিজের সৌন্দর্য উজার করে হয়তো ভাসিয়েছিলো লাখো- কোটি সিনেমা প্রেমী মানুষকেও!

কিন্তু হুট করে জীবনের সমস্ত মোড় ঘুরে আশ্চর্যরকম বদলে যায় মেয়েটি ! কোন এক অদৃশ্য শক্তির ছোয়ায় এমন ‘লোভনীয়’ লাইফস্টাইল আর সুখের জীবনকে হাজারো মাইল দূরে সরিয়ে দিয়ে পুরোদস্তুর ইসলামী জীবন-বিধানে ফিরে আসে সে!

যার কথা বলছি, বাংলাদেশে তাকে চেনেননা এমন মানুষ হয়তো খুজলেও মিলবেনা। সে তার অতীত জীবনে ‘প্রশ্নবিদ্ধ’ নানা কর্মকান্ডের কারনেই হয়তো সবার কাছে বেশি পরিচিত। সেদিনের আলোচিত ‘সেই মেয়েটির’ নানা ‘রসগল্প’ প্রায় সবাই জানে। কিন্তু আজকের দিনে অবিশ্বাস্য বদলে যাওয়া সেই মেয়েটির পরিচ্ছন্ন/পবিত্র জীবনের গল্প হয়তোবা অনেকেই জানেননা। পৃথিবীজুড়ে খুব কম মানুষই আছেন যারা এমন লোভনীয় জীবন, সুখ-স্বাচ্ছন্দ্য ছেড়ে পুরোদস্তুর ফিরে এসেছেন আলোর পথে। অথচ এমন ব্যতিক্রম ফিরে আসার গল্পকেই সত্যি করে দেখিয়েছেন সেদিনের সেই ‘প্রচন্ড আবেগী’ মেয়েটি।

একদিন যাকে দেখে অথবা ভেবে হাজারো-লাখো তরুন-যুবক কল্পনার জগতে তাকে নিষিদ্ধ কামসঙ্গী বানিয়ে নিতেন ‘পুলকিত’ হতেন আজকের সময়ে অসম্ভব বদলে যাওয়া মেয়েটিকে দেখে নিশ্চিত তারাই শ্রদ্ধায়-সম্মানে মাথা নত করবেন। এতক্ষনে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন । হ্যা, আমি বলছি বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো অতিপ্রাক্তন এক নায়িকার কথা। নিজেকে অসম্ভব বদলে দেয়া এই মেয়েটি সবাইকে অনুরোধ করেছিলেন তার অতীতে যেন তাকে টেনে আনা না হয় আর, সে জন্য রুপালী জগতে পরিচিতি পাওয়া নিজের নামটিও বদলে দিয়েছেন তিনি । সামাজিক মাধ্যম থেকে যথাসম্ভব মুছে ফেলেছেন তার সব ছবি। এখন তাকে আমরা জানি ‘আমাতুল্লাহ’ নামে। আজকের ‘আমাতুল্লাহ’র এই সত্যি গল্পটি হয়তো একদিন ‘বিপথে যাওয়া’ অনেক তরুনী-যুবতীর ফিরে আসার অনুপ্রেরণা হতে পারে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘দারুন জনপ্রিয়’ এই বদলে যাওয়া ‘আমাতুল্লাহ’ সবাইকে আলোর পথে ফিরে আসার আহব্বান জানান প্রায় সময়েই। ২০ জানুয়ারি রাত সাড়ে ১১ টায় অসহায় ও স্বামী অবহেলিত লাখো নারীর উদ্দেশ্যে নিজেকে ‘গুনাহগার’ দাবী করে আমাতুল্লাহ লিখেছেন এক আবেগঘন খোলা চিঠিঠকদের জন্য সেই চিঠি হুবুহু তুলে ধরা হলো ।

প্রিয় বোন আমার,
জানি, তুমি তোমার অবস্থানে থেকে হয়তো কষ্টের সাগর পাড়ি দিচ্ছ। কেউ সান্তনা দিতে আসলেও ভাল লাগেনা,তুমি ঠিকই জানো সান্তনার বাণীগুলো তোমার কোনোই কাজে আসবে না। কারণ,বাবা-মায়ের ছোট মেয়েটির ভূমিকা শেষ করে, এমন কারো সাথে সংসার করতে হচ্ছে- যে কি না তোমার হকের প্রতি পূর্ণ খেয়াল রাখে না,মানুষের সামনে অপমান করতে একবারো ভাবে না,তোমার বেলায় এসে হিসেবটা একটু কঠিন থেকে কঠিন হয়ে যায়, তোমার জন্য খরচ করাটা তার কাছে অপচয়,যত ঝাড়ি-ঝুড়ি তোমাকেই শুনতে হয়,যত কঠিন কথা আছে সব তোমাকেই বুকে পেতে নিতে হয়।

বোন, তোমার বুকে যে এত কষ্ট জমা রেখেছো, তা তুমি তোমার বাবা-মাকে যদি শোনাও,আমি নিশ্চিত তোমার বুকভরা চাপা কষ্টগুলো শুনে তাদের বেচেঁ থাকা খুব বেশি কষ্টের হয়ে যাবে। কিন্তু যে মানুষটার সাথে জীবনের সবগুলো দিন কাটানোর নিয়তে এসেছো সে তোমার কষ্টকে কেবল ন্যাকামি মনে করে। বাবা-মার সেই ছোট্ট খুকিটা আজ কতই না কষ্ট করছে!

বোন, তুমি আজ বউ হয়েছো,তোমার কি কিছু হলেই কান্না করা সাজে?(তোমার স্বামীর মতে)।

বোন, তোমার স্বামী কি জানে যে, তুমি হাটতে গিয়ে পড়ে যেতে লাগলে তোমার বাবা দৌড় দিয়ে ছুটে গেছে তোমাকে সামান্য রাস্তার খাদ থেকে বাচাঁনোর জন্য!

অলংকরন- মুক্তা পারভীন, –
বোন, তোমার স্বামী কি জানে, তোমাকে কেউ উচ্চস্বরে কথা শোনালে, তোমার মা সেটা তার সর্বস্ব দিয়ে প্রতিহত করে আচঁলে লুকিয়েছে! তুমি সেই মেয়েটা! আজ এমন কারো বউ, যে ঐ বাবা-মায়ের আহ্লাদী মেয়েটাকে কঠিন কঠিন কথা শোনায়!

বোন, তুমি আল্লাহর কাছে অবশ্যই এর উত্তম বদলা পাবে,সবর করো বোন আমার। তুমিই সেই মানুষটাকে চোখে হারাও যে কিনা তোমাকে কষ্ট দেয়, তুমিই সেই মানুষটার জন্য না খেয়ে বসে থাকো, তুমিই সেই মানুষটার একটু ভাল কথায় সব ভুলে যাও, সে তোমার স্বামী!

বোন, এত কষ্ট কর তুমি! তুমি আরেকটু কষ্ট করে সবর করো। দোয়া করো তার হেদায়েতের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ফেরাবেন না।আল্লাহর কাছ থেকে কেউ নিরাশ হয়না। আল্লাহর কাছে চাও। আল্লাহকে নামাজের মাধ্যমে ডাকো। আল্লাহ তায়ালা দূর্বলদের সাথে আছেন,এটা আল্লাহ তায়ালার ঘোষনা। নারীরা দূর্বল বোন।আল্লাহর খুশির কারণে সবর করো, ইনআশাল্লাহ জান্নাতে তোমার মর্তবা অনেক উচু্ঁ হবে।
ইতি,

তোমার এক গুনাহগার বোন
আমাতুল্লাহ

এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন  

চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস

 শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

  • স্বাধীনতার জন্য সিরাজুল আলম খান জীবন যৌবন উৎসর্গ করেছিল
  • ৫৩ বীর মুক্তিযোদ্ধাসহ ১০৬ জনকে সম্মাননা দিল ‘আমরা একাত্তর’
  • হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • চলে গেলেন হায়দার আকবর খান রনো
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ‘ও আল্লাহ আমার ইকবালরে কই নিয়ে গেলা’
  • ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী