এক চিঠির দাম ৭ কোটি টাকা!

চীনা কম্যুনিস্ট পার্টির নেতা মাও দে জংয়ের একটি চিঠি নিলামে ৯ লাখ ১৮ হাজার মার্কিন ডলারে ( ছয় লাখ পাঁচ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।
লন্ডনে এক নিলামে ওই চিঠি বিক্রি হয়। একজন চীনা সংগ্রহকারী চিঠিটি কিনেছেন। মাও ১৯৩৭ সালে ব্রিটেনের লেবার পার্টির নেতা ক্লেমেন্ট অ্যাটলিকে চিঠিটি লিখেছিলেন।
চিঠিতে তিনি চীনে জাপানের আগ্রাসন ঠেকাতে ব্রিটেনের ‘বাস্তবসম্মত সহযোগিতা’ চেয়েছিলেন।
বিখ্যাত নিলাম হাউজ সাদাবি বলছে, ঐতিহাসিক এই বিরল চিঠিতে মাও দে জংয়ের স্বাক্ষর রয়েছে।
এই নিলাম হাউজটি ধারনা করেছিলো, এই চিঠির দাম উঠবে বড়জোর এক থেকে দেড় লাখ পাউন্ড। কিন্তু তাদের ধারণার চেয়ে বিক্রি হয়েছে পাঁচগুণ বেশি দামে।
চিঠিতে যা লিখেছিলেন মাও
ব্রিটেনের তৎকালীন বিরোধী নেতাকে লেখা মাও দে জংয়ের চিঠিটি ছিলো ইংরেজিতে টাইপ করা। নীচে তার স্বাক্ষর ছিলো।
চিঠির একটি লাইন ছিলো এরকম, ‘আমরা বিশ্বাস করি ব্রিটিশ জনগণ যখন জানবে চীনে জাপানীরা কিভাবে আগ্রাসন চালাচ্ছে, তারা চীনা জনগণকে সাহায্য করবে …ব্রিটিশ জনগণ নিশ্চয়ই তাদের সরকারকে এমন নীতি গ্রহণে চাপ দেবে যাতে এই বিপদের মোকাবেলা করা যায়, কারণ এই বিপদ আমাদের মত তাদেরকেও (ব্রিটেন) হুমকিতে ফেলতে পারে।’
মাও জে দং চিঠিটি লিখেছিলেন চীনের উত্তর-পশ্চিমের ইয়ানান থেকে। জাপানী আগ্রাসনের পর চীনা কম্যুনিস্ট পার্টি এখানে তাদের সদর দফতর স্থাপন করেছিলো।
অ্যাটলিকে লেখা মাও মে তুংয়ের চিঠিটি নিয়ে এসছিলেন জেমস বারট্রাম নামে এক ব্রিটিশ সাংবাদিক। সাদাবির একজন কর্মকর্তা জানিয়েছেন, মাও জে দংয়ের স্বাক্ষর করা এটি দ্বিতীয় কোনো নথি যা আন্তর্জাতিক নিলামে উঠলো।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন