এক ছাত্রীকে ছাত্রলীগের দুই নেতার হুমকি “তোর দেমাগ বেশি ,তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো “

‘তোর দেমাগ বেশি। তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো। বিবস্ত্র করে তোর ঝাল তুলবো, তোকে ক্যাম্পাসে পেটাবো। কারও কাছে কোনও প্রকার অভিযোগ করলে তোকে গুম করে ফেলবো।’ গত বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের নবম ব্যাচের এক ছাত্রী বাড়ি যাওয়ার জন্য নওয়াব ফয়জুন্নেছা হল থেকে বের হয়ে গেটে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা জসিম উদ্দিন ও মাসুদ আলম তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বাজে কথা বলে। প্রতিবাদ করলে ছাত্রলীগের দুই নেতা এসব হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই দুই নেতা হচ্ছেন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র জসিম উদ্দিন এবং একই হলের প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মাসুদ আলম।যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। হুমকির বিষয়ে দুই ছাত্রের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই ছাত্রী।
এতে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রক্টরের কাছে আবেদন করেন। এ বিষয়ে ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, যেসব বাজে কথা আমাকে ওরা বলেছে তার একটুমাত্র উল্লেখ করেছি। সব কথা উল্লেখ করতে নিজেরও লজ্জা লাগে। বৃহস্পতিবার আমাকে ও তাদের দুইজনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছিল। তারা সেখানে বলেছে-আমার সঙ্গে নাকি তাদের দেখাই হয়নি। অভিযুক্ত মাসুদ আলম বলেন, ওর (ছাত্রীর) সঙ্গে আমাদের কোনও কথাই হয়নি। এটা আমাদের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্তদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন