এক দিনেই চুলের তেলতেলে ভাব দূর!
থার তালুর অতিরিক্ত তেল নিঃস্বরণের কারণে চুল তেলতেলে হয়ে থাকে। এর ফলে প্রতিদিন শ্যাম্পু করতে হয়। আর যদি শ্যাম্পু না করেন তাহলে তেলেতেলে থাকার কারণে চুলের গোড়া নষ্ট হয়ে যায়। এর ফলে চুল পড়তে শুরু করে। তাই মাথার তালুর তেল মুক্ত রাখুন। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে দুটি উপাদান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যা মাত্র একদিনেই চুলের তেলেতেলে ভাব দূর করবে।
যা যা লাগবে
হলুদ গুঁড়া ১ চা চামচ, গ্রিন টির পানি ১ কাপ ও আধা চা চামচ এসেনশিয়াল ওয়েল। হলুদের গুঁড়ায় অ্যান্টিব্যকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে যা মাথার তালুর অতিরিক্ত তেল নিঃস্বরণ দূর করতে সাহায্য করে। অন্যদিকে গ্রিন টিতে প্রচুর পরিমাণে মিনারেল ও অ্যন্টি-অক্সিডেন্টস রয়েছে যা মাথার তালুর পি এইচ ব্যালেন্স বজায় রাখে। আর এসেনসিয়াল অয়েল চুল নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে হলুদ গুঁড়া, গ্রিন টি ও এসেনশিয়াল অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি ব্রাশ দিয়ে মাথার তালুতে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পরামর্শ
১. মাসে অন্তত দুইবার মাথায় এই প্যাক ব্যবহার করুন। এর ফলে মাথার তালু আর তেলতেল হবে না।
২. সবসময় তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুল কম তেলতেল হবে।
৩. চুল অতিরিক্ত তেলতেলে হলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন