এক বছরের ‘বিস্ময়’ বালকের প্রিয় খেলার সঙ্গী বিষধর সাপ!
সাপের ভয় যদি আপনার থেকে থাকে, তবে একটু শক্ত হয়ে বসুন৷ আর না থাকলে অপেক্ষা করুন চমকের জন্য৷ এক বছরের এক বিস্ময় বালক কাণ্ড দেখলে আপনিও চমকে উঠবেন৷ রথী-মহারথীদের মাত করে গোটা বিশ্ব এখন হতাবাক হয়ে উপভোগ করছে এই ‘বিস্ময় বালকের’ কৃত্তি৷
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা জেনসন হ্যারিস৷ তার বয়স মাত্র এক বছর৷ এখনও কথাও বলতে শেখেনি জনসন৷ টলোমলো পায়ে কিছু দিন হয়েছে সে হাঁটতে শিখেছে৷ ইতোমধ্যেই পছন্দের খেলার সঙ্গীও পেয়ে গিয়েছে জনসন৷ তবে জেনসনের প্রিয় খেলনার বস্তুটি হল একটি সাপ। আর সেই বিষধর সাপ নিয়ে খেলা করাটাই তার অভ্যাস হয়ে গিয়েছে৷
শুধু সাপের সঙ্গে খেলা করাই নয়, সাপকে জড়িয়ে ছবি তোলার ক্ষেত্রেও বেশ পটু এক বছরের জনসন৷ বিষাক্ত সাপের মাথায় চুম্বন দেওয়া থেকে শুরু করে বাগান থেকে সাপ ধরে এনে বাবাকে উপহার দেওটাই জেনসনের এখন প্রতিদিনের কার্যকলাপ৷ খুব সহজেই বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ধরার কায়দা রপ্ত করে ফেলেছে সে৷ কোনও উপকরণ ছাড়াই খালি হাতে এক মুহূর্তেই সাপকে কাবু করার কৌশল জেনে গেছে এক বছরের জনসন৷
ইতোমধ্যেই গোটা বিশ্বের কনিষ্ঠতম সাপ ধরাতে ওস্তাদ হয়ে উঠেছে সে৷ খুদে জেনসনের দৈনন্দিন ক্রিয়াকলাপের এমন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে৷ ‘বিস্ময়’ বালকের ভাইরাল ভিডিও এখন বেশ আনন্দ নিয়েই উপভোগ করছে সমগ্র বিশ্বের জনতা৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন