এক বছরে ৭১৯ কেজি সোনা জব্দ শাহজালালে
চলতি অর্থ বছরে শাহজালাল বিমানবন্দরে ৭১৯ কেজি সোনা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানের প্রশ্নের জবাবে শনিবার সংসদে তিনি এই তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চলতি ২০১৪-১৫ অর্থ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ৫২টি মামলার বিপরীতে ৩২৪ দশমিক ২৯৬ কেজি এবং কাস্টম হাউসের ৪৭টি মামলার বিপরীতে ১৬৬ দশমিক ৫৭ কেজি সোনা জব্দ করা হয়।
এছাড়াও ৫৪১টি বিভাগীয় মামলার মাধ্যমে ২২৮ দশমিক ৩৮ কেজি সোনা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৫ বছরে জব্দকৃত ১৭৯৩ দশমিক ৭২ কেজি সোনা বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়। এ সংক্রান্ত মামলাগুলোর রায়ে আটক সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হলে তা নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
সোনা চোরাচালান বৃদ্ধির কারণ হিসাবে তিনি বলেন, “ভারতে সোনা আমদানি শুল্কহার বেশি হওয়ায় বাংলাদেশকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে ভারতে প্রবেশ করতে পারে।
“বিদেশে স্বর্ণের দাম কম থাকায় চোরাচালান বৃদ্ধি পাচ্ছে, হুন্ডির মাধ্যমে টাকা পাচারে মনিটরিং জোরদার হওয়ায় ব্ল্যাকমানি স্বর্ণ চোরাচালানের কাজে ব্যবহৃত হচ্ছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্যও এই চোরাচালান হতে পারে, বলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন