এখনো ঘুম ভাঙেনি বিসিবির!

ঘরোয়া ক্রিকেটে চাকার ধরতে বিসিবির কার্যক্রম সেই আগের মতোই অকেজো। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অর্ধেক শেষ হয়ে গেলেও কিমিটি নিয়ে অন্ধকারে বিসিবি।
তাসকিন-সানি আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পর বিসিবি কথা দিয়েছিল, ঘরোয়া ক্রিকেটে কমিটি সচল করে চাকার ধরা হবে। কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না।
ডিপিএলের প্রথম তিন রাউন্ডে কমপক্ষে আটজন বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। কমিটি গঠন করতে গড়িমসির ব্যাপারে বিসিবি কর্তারাও তেমন কিছু বলতে পারছেন না। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছেন, ‘প্রয়োজনীয় লজিস্টিক সমর্থনের অভাবে কমিটির কার্যক্রম চালু করতে পারছি না।’
কারিগরি সহযোগিতা ছাড়া কমিটি চালু করা সম্ভব না বলেও দাবি করেন তিনি।
‘লিগের পর কমিটির কাজ করার কথা। তার আগে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে।’ বলছেন আকরাম।
কমিটির কার্যক্রম চালু করতে কেবল মাত্র একটি কম্পিউটার, ছয়টি এইচডি ভিডিও, সিলিকন কোচ নামে একটি সফটওয়্যার দরকার পড়ে। এসবের পাশাপাশি ফুটেজ পর্যবেক্ষণ করতে একজন বিশেষজ্ঞসহ একটি ছোটো ল্যাব দরকার। কিন্তু সে বিষয়ে কারো নজর নেই।
বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিসিবির মিটিংয়ের সময় যত টাকা খাওয়া-দাওয়ায় ব্যয় করা হয়, তা বাঁচিয়ে রাখলে এসব করা কোনো ব্যাপার না!’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন