সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এখনো পর্যন্ত গলছে না আইভী-শামীম সম্পর্কের বরফ, দূরত্ব বাড়ছেই

দলের শীর্ষ পর্যায় থেকে হস্তক্ষেপের পরও স্বাভাবিক হয়নি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পরিচিত দুই প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভীর সম্পর্ক। এখনো চলছেন তাদের মতো করেই। এ দুই নেতার চিরবৈরী সম্পর্কের অবসান ঘটাতে শীর্ষনেতাদের দফায়-দফায় বৈঠকও অব্যাহত রয়েছে। তারপরও সম্পর্কের বরফ গলছে না। অবশ্য আওয়ামী লীগের নীতিনির্ধারকরা আশাবাদী শামীম ওসমান দলীয় প্রার্থী আইভীকে জেতাতে মাঠে নামবেন। এবং কাজ করবেন নৌকা প্রতীকের পক্ষে।

নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর মধ্যকার সাপে নেউলে সম্পর্কে কথা সর্বজনস্বীকৃত। প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় দুজনের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শামীম ওসমান।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন আইভী। ওই নির্বাচনের পর থেকে উভয় নেতা বিভিন্ন সময়ে বাকবিতন্ডায় জড়িয়েছেন। বাক্যবাণে ঘায়েল করার চেষ্টা করেছেন। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থক বলে পরিচিত নারায়ণগঞ্জের তৃণমূল নেতারা মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম সুপারিশ করেন।

কিন্তু আওয়ামী লীগের কেন্দ্র থেকে আইভীকে মনোনয়ন দেওয়া হয়। এর পর থেকে শামীম ও আইভীর সম্পর্ক স্বাভাবিক করতে বেশ কয়েকবার উদ্যোগ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিষয়টির সুরাহা করতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈঠক করেন শামীম ও আইভীকে নিয়ে। ওই বৈঠকে পরস্পর বিস্তর অভিযোগ তোলেন। একপর্যায়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য সবাই প্রধানমন্ত্রীর কাছে অঙ্গীকার করেন। কিন্তু বাস্তব প্রতিফলন এখনো দৃশ্যমান হয়নি।

সর্বশেষ গত রোববার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আইভীকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা। নির্বাচনের দলীয় কৌশল ঠিক করার জন্য ডাকা ওই বৈঠকে দলটির নেতাদের মধ্যে ডা. দীপু মনি, আবদুর রহমান, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, শামীম ওসমান এবং ওসমান পরিবার নিয়ে আবার অভিযোগ তোলেন মেয়র প্রার্থী আইভী। এ সময় তিনি মন্তব্য করেন, শামীম ওসমান তার পক্ষে নামলে ভালো, না নামলে আরও ভালো।

আইভীর এমন মন্তব্যের পর চটে যান শামীম ওসমান। তিনি পরদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে আইভীর বক্তব্যের সূত্র ধরে ব্যাপক অভিযোগ তোলেন শামীম ওসমান। তিনি এ সময় দল থেকে পদত্যাগ করবেন বলেও জানান। অবশ্য শামীম ওসমানকে পদত্যাগ করা থেকে নিবৃত্ত করে তাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভীর পক্ষে কাজ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তিনি বিষয়টি আলোচনা করবেন বলেও শামীমকে আশ্বস্ত করেন।

আওয়ামী লীগের নেতারা আরও জানান, ২০তম জাতীয় সম্মেলনের পর গঠিত আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম চ্যালেঞ্জ নাসিক নির্বাচন। এ নির্বাচনে বিতর্কের ঊর্ধ্বে থেকে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী দেখতে চায়। যে কারণে আইভীর বিজয় নিশ্চিত করতে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে দফায়-দফায় বৈঠক করছেন দলটির নেতারা। শুধু তাই নয়, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ চালানোর জন্য শিগগিরই কেন্দ্রীয় একটি দল নারায়ণগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সদস্য নন কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন এমন নেতার সমন্বয়ে একটি দল গঠনের কাজ চলছে।

এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দলটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ওই টিমে থাকবেন। দলের নেতা ছাড়াও একটি সাংস্কৃতিক টিমও কাজ করবে নির্বাচনে। ওই টিমের নেতৃত্বেও থাকবেন অসীম কুমার উকিল।

এসব বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান গতকাল জাতীয় এক দৈনিককে বলেন, শামীম ও আইভীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই শামীম ও আইভীকে একসঙ্গে নির্বাচনী মাঠে দেখতে পাবেন। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে দুজনই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন

  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
  • সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • নারায়ণগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, দুলাভাই গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জ ডিবির কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
  • নারায়ণগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
  • নর্দমার ভেতর পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা লাশ!
  • সাত খুন: ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে বেঞ্চ নির্ধারণ
  • নারায়ণগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
  • নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা