এখানে ৩০০ টাকায় উকুন বিক্রি হচ্ছে!
উকুন চাই ? উকুনের বিক্রি আছে। ১টা উকুনের দাম ৩০০ টাকা। দারুণ চাহিদা। দুবাইতে। জানেন কেন?
কারণ মাথায় উকুন থাকলে নাকি চুল পড়ে না। চুলের গোড়া নাকি মজবুত হয়! আর স্বাস্থ্য ভালো থাকে। আর এ খবর বেরোতেই
দুবাইতে উকুনের খাতির যত্ন বেড়ে গেছে।
দুবাইয়ের মহিলা রীতিমত যত্ন নিচ্ছেন তারা মাথার উকুনের। বিক্রি করছেন উকুন। তাদের কাছ থেকে উকুন কিনছে বেশকিছু পার্লার। এরপর তারা সেই উকুন বিক্রি করছে যাদের মাথায় উকুন নেই বা তুলনামূলক কম উকুন রয়েছে, তাদের কাছে।
ভাবুন কাণ্ড! যদিও দুবাইয়ের স্থানীয় প্রশানস বলছে, এধরনের ঘটনা এখনও তাদের কানে আসেনি। কানে এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন