এটিএম বুথ থেকে ৪০ গ্রাহকের টাকা তুলে নিয়েছে জালিয়াত চক্র
তিন ব্যাংকের চারটি এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ২২ জন গ্রাহকের টাকা তুলে নিয়েছে জালিয়াত চক্র। অন্য দুটি ব্যাংকের আরও ১৮ জন গ্রাহকের টাকাও খোয়া গেছে। সব মিলিয়ে ৪০ গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা তুলে নিয়েছে ওই চক্র। এছাড়া আরও ১ হাজার ২০০ কার্ডের তথ্য এখন জালিয়াত চক্রের হাতে।
বৃহস্পতিবার ইবিএল তার গ্রাহকদের খোয়া যাওয়া টাকা ফেরত দেবে। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গ্রাহকদের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইবিএল-এর হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম।
তিনি বলেন, ‘ঘটনার পর ইবিএলের নিজস্ব তদন্তে জালিয়াতির মাধ্যমে ২২ জন গ্রাহকের টাকা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে জানা গেছে, ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার এটিএম বুথে জালিয়াতি চক্র স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ডের তথ্য-উপাত্ত বা ডেটা চুরি করা হয়েছে। ওই সময় ওইসব বুথে ১ হাজার ২০০ কার্ডের লেনদেন হয়েছে। ধারণা করা যাচ্ছে, এই ১ হাজার ২০০ কার্ডের তথ্য এখন জালিয়াত চক্রের হাতে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, তিন ব্যাংকের ৪০ গ্রাহকের কার্ড ক্লোন করে প্রায় ২০ লাখ টাকা তুলে নেওয়ার তথ্য মিলেছে।
তিনি বলেন, ৪০ জনের টাকা খোয়া গেলেও স্কিমিং ডিভাইস বসানো অবস্থায় ১ হাজার ২০০টি কার্ডের লেনদেন হয়েছে। ফলে এসব কার্ড ব্যাংকগুলোকে বাতিল করতে হবে।
প্রসঙ্গত, ৬ থেকে ১২ ফ্রেব্রুয়ারির মধ্যে রাজধানীর গুলশান, মিরপুরের কালশী ও বনানী এলাকার ইস্টার্ন, সিটি ও ইউসিবির চার এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ড জালিয়াতি ও পরবর্তী সময়ে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। তবে তা জানাজানি হয় ১২ ফেব্রুয়ারি। কার্ড জালিয়াতির এ ঘটনায় ওইদিনই বনানী থানায় মামলা করে ইউসিবি। পরে সোমবার রাজধানীর পল্লবী থানায় আরও একটি মামলা করে সিটি ব্যাংক।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন