এটিমের মাধ্যমে ক্রমশ মানবদেহে ছড়িয়ে পড়ছে যৌনরোগ, জেনে নিন কীভাবে..!!
এটিএম মেশিন থেকে মানব দেহে ছড়িয়ে পড়ছে যৌনরোগ! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। গবেষকরা এই বিষয়ে পরীক্ষা করে দেখেছেন। তাতে দেখা গিয়েছে, অনেক এটিএমের কি-প্যাড ব্যবহার করার ফলে মানবদেহের বিভিন্ন রোগ ওই কি-প্যাডে লেগে যাচ্ছে। এমনকি, যৌনরোগ এর মধ্যে অন্যতম। এরপর সেটি কি-প্যাডের মধ্য দিয়ে যৌনরোগ ছড়িয়ে পড়ছে।
মার্কিন এক গবেষনা সংস্থা জানিয়েছেন, বিভিন্ন এটিএম মেশিনের কি-প্যাডের ওপর গবেষণা চালিয়ে পাওয়া যায় এই ভয়াবহ তথ্য। ওই গবেষক দলটি এটিএমের কি-প্যাডে মানুষ ও অন্যান্য প্রাণীর যৌনাঙ্গে থাকা ভাইরাসের নমুনা পেয়েছে। যৌনাঙ্গে সংক্রমণ ঘটানো পরজীবী ‘ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস’ গোত্রের পরজীবীরও অস্তিত্ব পেয়েছে তারা। গবেষকরা আরও জানাচ্ছেন, একেকটা এটিএম মেশিনের কি-প্যাড জীবাণুর ভাগাড়! গবেষক দল দুই ধরনের ভয়ানক পরজীবীর উপস্থিতি পেয়েছেন। যৌনরোগ ছড়াতে এই দুই পরজীবী সিদ্ধহস্ত। এ ছাড়া এটিএম বুথ ব্যবহারের পর হাত না ধোঁয়া হলে হতে পারে ভয়ংকর। কারণ খাবারের মধ্যে দিয়ে এসব পরজীবীর বেশি সংক্রমণ হয়।
গবেষক দলের সদস্য অধ্যাপক জেন কার্লটন বলেছেন, ‘আমরা কোনও নোংরা বস্তু ধরার পর জীবাণুর ভয়েই হাত ঠিকভাবে ধুয়ে ফেলি। কিন্তু এটিএমে জীবাণুর কথা জানি না বলেই এটি ব্যবহারের পর হাত পরিষ্কারের বিষয় মাথায় আসে না। ফলে জীবাণু সংক্রমিত হয় দ্রুত।’ এ ক্ষেত্রে এটিএম বুথ ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে, নিয়মিত হাতও ধুতে হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন