এনসিএল দিয়ে মাঠে ফিরছেন আশরাফুল !

চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচিতে রয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ওই টুর্নামেন্ট দিয়েই দ্বিতীয়বারের মতো ক্রিকেটে ফেরার কথা জানালেন আশরাফুল।
এই প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি আগস্টে বোর্ডের অধীনে ক্রিকেট খেলতে যাচ্ছি। আসন্ন ন্যাশনাল ক্রিকেট লিগেই (এনসিএল) আমি ফিরছি। খেলার জন্য নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, এমনভাবে ফিরব যে আপনার মনেই হবে না, আমি তিন বছর ক্রিকেটের বাইরে ছিলাম।’ দ্বিতীয়বারের মতো ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে চান আশরাফুল। পাশাপাশি নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি আমার জীবনের দ্বিতীয় সুযোগটি পেতে যাচ্ছি। আমি যদি দুর্ভাগা হতাম, তাহলে এই ধরনের কাজের সঙ্গে জড়ানোর পর ক্রিকেটে ফিরতে পারতাম না। আমি সৌভাগ্যবান বলেই আরেকবার ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন