এবার অজিদের হেয় করে যা বলল কোহলি
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের শুরু থেকেই সমালোচিত হয়ে আসছে। আর মাঠের খেলার চেয়ে বেশী আলোচনায় ছিলো কোহলী আর স্মিথের কথার লড়াইয়ের কারণে। তাদের কথার লড়াই এমন পর্যায়ে গিয়ে ঠেকেছিল যে দুই বোর্ডকে বসতে হয়েছিলো তাদের থামাতে।
এই সিরিজে কথার লড়াইয়ের সাথে মাঠের উত্তেজনারও কমতি ছিলো না। ব্যাঙ্গালুরু টেস্টে ডিআরএস নিয়ে দুই দলের বাকবিতণ্ডাতো চরম পর্যায়ে পৌছেছিলো। রিভিউ নিতে ড্রেসিং রুমের দিকে তাকিয়েছিলেন অজি দলপতি স্টিভেন স্মিথ।
দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে স্মিথকে সেই কারণে প্রতারক বলেছিলেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। এদিকে, চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে মাঠে ছিলেন না ভারতীয়দের নিয়মিত অধিনায়ক কোহলি।
তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন টপ অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। প্রথম ম্যাচে ভারত হেরেছিল ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। ঠিক পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কোহলি বাহিনী। তৃতীয় ম্যাচটি হয় ড্র।
সিরিজ নির্ধারণী চতুর্থ বা শেষ ম্যাচে জয় পেয়ে সিরিজ নিজেদের করে রাখে ভারত। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এতো কিছুর পর অজিদের সঙ্গে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক কোহলি। তিনি বলেন,
‘যেটা হবার হয়ে গেছে। এ নিয়ে আর ভাববার কিছু নেই। তবে, তাদের সঙ্গে আমার আগের মতোই সম্পর্ক থাকবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকছে না। তবে, হয়তো কোনো একদিন এটা বদলে যাবে। ’
কোহলি আরও যোগ করেন, ‘পুরো সিরিজে আমরা ভালো করেছি। প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছি। দলের প্রতিটি সদস্য ভালো করেছে। আমরা কখনো আত্মবিশ্বাস হারাইনি। কঠিন পরিস্থিতিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ধৈর্য্য ধরেছি। আমাদের কেউ আঘাত দিলে আমরা পিছুপা হবো না। আমি আমার আবেগ সম্পর্কে জানি। এটাও জানি অজিদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানো সম্ভব না। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন