সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার এক সাথে দুটি সুখবর পেলেন কাটার মুস্তাফিজ

এবার এক সাথে দুটি সুখবর পেলেন কাটার মোস্তাফিজ। ইনজুরির জন্য ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারতে খেলতে পারেননি কাটার মাস্টার। ফলে আগের মতো মোস্তাফিজের বলেও নেই আগুণের ফুলকি।

কারণ হিসেবে ফিটনেস আর দীর্ঘদিনের ক্রিকেট-বিচ্ছেদকে কাঠগড়ায় তুলছেন ক্রিকেটবোদ্ধারা। একদিকে জাতীয় দল ও অন্যদিকে ভারতীয় টি-টোয়েন্টি আসরে খেলার বার্তাই যেন পেয়ে গেলেন তিনি। সেটাই যেন তার এক সাথে দুটি সুখবর।

‘আসলে মোস্তাফিজের ছন্দে ফেরাটা সময়ের ব্যাপার। ও দীর্ঘদিন পর মাঠে ফিরেছে। এসে আগের মতো পারফর্ম করা আসলেই কঠিন। তবে ক্রমান্বয়ে ও স্বরূপে ফিরবে। ’

মোস্তাফিজের চেষ্টারও কমতি নেই। নিজেকে ফিরে পেতে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন তিনি। ‘আমি প্রাণপণ চেষ্টা করছি। নেটে নিয়মিত অনুশীলন করছি। প্রতিদিনই টানা ছয়-সাত ওভার করে বোলিং করছি। এখন আর ব্যথা অনুভব হচ্ছে না। শ্রীলঙ্কা সফর নিয়ে আমি আশাবাদী। এ সময়ের মধ্যে নিজেকে শতভাগ ফিট করতে চাই। ’

শেষ পর্যন্ত নিজের ফিটনেস যাচাই করতে মোস্তাফিজকে দিতে হয়েছে একটি পরীক্ষাও। ঘরোয়া টুর্নামেন্ট বিসিএলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে দুই ম্যাচের চার ইনিংসে বোলিং করেছেন মোট ৪৮ ওভার। দিয়েছেন ১০২ রান। নিয়েছেন ৪টি উইকেট।

বিসিএলে মোস্তাফিজকে খেলানোর মূল উদ্দেশ্য ছিল, দীর্ঘ সময়ের বোলিংটা পরখ করা। যেটা উতরে গেছেন মোস্তাফিজ। সেদিক থেকে ‘কাটার মাস্টার’কে পাস নম্বর দিচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

প্রধান নির্বাচক বলেন, ‘মোস্তাফিজের ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। আমার বিশ্বাস, ও টেস্টের জন্য সম্পূর্ণ ফিট। ওর নিজেও এখন কোনো সমস্যা অনুভব করছে না। ও চাইলেই লঙ্কান সফরে খেলতে পারবে। ’

এদিকে চলতি বছরের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। বেশ কয়েকজন খেলোয়াড় কাটছাঁট করলেও মোস্তাফিজকে বাদ দেয়নি হায়দরাবাদ। আসর থেকে তিনি পকেটে পুরবেন ১ কোটি ৬৮ লাখ টাকা।

তবে অঙ্কটা এর চেয়ে বেশিও হতে পারে। কেননা মোস্তাফিজকে হায়দরাবাদ রেখে দেয়ায় নিলামে নাম ওঠেনি তাঁর। তবে ফ্রাঞ্চাইজির সঙ্গে সমঝোতার ভিত্তিতে এবারের চুক্তিটা টুকে নেবেন এই টাইগার পেসার।

অবশ্য বিসিবি আগেই বলে দিয়েছে, মোস্তাফিজকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। মোস্তাফিজ শতভাগ সুস্থ না থাকলে তাকে আইপিএলের ছাড়পত্র দেয়া হবে না। ‘মোস্তাফিজ যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হয়।

তাহলে ওকে নিয়ে বাংলাদেশ কোনো প্রকার ঝুঁকি নেবে না। ওর ফিটনেস শতভাগ থাকলে সেটা বিবেচনা করে দেখা হবে। আইপিএলে খেলা খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। টাকার ব্যাপারটাও আছে। ’

সবকিছুর মূলে মোস্তাফিজের সুস্থতা। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে বেশ ভালো। একনাগাড়ে বোলিংও করার সক্ষমতা অর্জন করেছেন তিনি। উইকেটও নিচ্ছেন। এককথায় ‘সম্পূর্ণ ফিট’।

তাহলে শ্রীলঙ্কা সফরে মোস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ দল? আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্রও হাতে ওঠছে তাঁর। মোস্তাফিক লঙ্কানদের বিপক্ষে খেলবে এটা এক রকম নিশ্চিত। অন্যদিকে আইপিএল ভাবনার সুখবরও দরজায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি