এবার এলো তৃতীয় নয়ন [ভিডিও]

মানুষের চোখ দু’টি। কিন্তু আপনি যদি ভাবেন আরেকটি চোখ যোগ করবেন তবে তা সম্ভব। তবে সেটি বসাতে হবে কপালের মাঝ বরাবর। আপনার চোখ দুইটি দৃশ্যমান সব কিছু মস্তিষ্কে ধারণ করুক আর নাইবা করুক তৃতীয় চোখ সব কিছু ধারণ করবে। এই চোখটি যে সে চোখ নয়, রীতিমতো ক্যামেরা। এটি দিয়ে স্থিরচিত্র এবং ভিডিও চিত্র ধারণ করা যাবে। এটির নাম ‘থার্ড আই’। এটি বাজারে এনেছে থার্ড আই টেক নামের একটি প্রতিষ্ঠান।
এটি মূলত একটি হেডব্যান্ড। এটির বাম পাশে স্পর্শ করলে চালু হবে ক্যামেরা। ডান পাশে স্পর্শ করলে জ্বলে উঠবে ফ্লাশ।
একটু স্লাইড দিলেই শুরু হবে ভিডিও ধারণ। আবার পেছনের দিকে স্লাইড করলেই ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে। এটা আপনার কপালে থাকবে একটা ব্যান্ডের মতো। সুতরাং যখন তখন খুলে ফেলার সুবিধা তো থাকছেই।
রয়েছে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। শব্দ ধারণের জন্য রয়েছে মাইক্রোফোন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে। ব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে হাই ডেফিনেশনের ক্যামেরা। । ফলে এটি দিয়ে পরিস্কার এবং ঝকঝকে ছবি পাওয়া যাবে। ক্যামেরাতে রয়েছে অটো ফোকাস সুবিধা। ব্লু টুথের মাধ্যমে ডাটা ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে। ইউএসবি ক্যাবল দিয়ে চার্জ করা যাবে।
খেলাধুলা,শিশুদের ছবি তোলা সহ যে কোনো ছবি তোলার জন্য এই ক্যামেরা যুতসই। প্রযুক্তি বাজারে এর মূল্য ১৯৪ ডলার থেকে ৫৪৭ ডলার পর্যন্ত। বাংলাদেশি টাকায় ভ্যাট ও ট্যাক্স ছাড়া এর মূল্য দাঁড়ায় ১৫ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন