এবার কাউন্টি মাতাতে চান মুস্তাফিজ [ভিডিও সহ]

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এর পরই হয়তো কাউন্টি লিগের দল সাসেক্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এই আসরে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এই আসরে খেলার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।
বৃহস্পতিবার মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে সাসেক্স। সেখানে বাংলাদেশের এই বাঁহাতি পেসার বলেন, ‘প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আমি সাসেক্সের হয়ে খেলতে এসেছি। এটি আমার জন্য গর্বের ব্যাপার। এখানকার নতুন পরিবেশে আশা করছি ভালো কিছু করতে পারব।’
ইংল্যান্ডের বোলিং সহায়ক উইকেটে সাফল্য পেতে দৃঢ় আশাবাদী মুস্তাফিজ, ‘সিনিয়রদের কাছে শুনেছি এখানকার উইকেট পেস বোলারদের জন্য বেশ সহায়ক। আমার দৃঢ় বিশ্বাস এখানে ভালো কিছু করা সম্ভব হবে। তাই এখানে খেলতে আমি মুখিয়ে আছি। সবার দোয়া আমার সঙ্গেই আছে।’
সুযোগ দেওয়ায় সাসেক্সেকে ধন্যবাদ জানিয়ে কাটার মাস্টার বলেন, ‘তৃতীয় বাংলাদেশি হিসেবে আমি কাউন্টি খেলতে এসেছি। তবে সাসেক্সে আমি প্রথম বাংলাদেশি। এই সুযোগ দেওয়ায় সাসেক্সকে ধন্যবাদ জানাই আমি।’
একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন মুস্তাফিজ, ‘জাতীয় দলের হয়ে সব সময়ই জয়ের জন্য খেলি। সাসেক্সের হয়েও নিজে উজাড় করে দিতে চাই। সামনে তিন ম্যাচে (ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে) সুযোগ পেলে দলকে শতভাগ দেওয়া চেষ্টা থাকবে আমার।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন