এবার কুমিল্লা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬৩৩ জন এইচএসসি পরীক্ষার্থী
আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় বৃহত্তর ৬ জেলায় ১ লাখ ৯ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। গতবারের চেয়ে এবার এবার ৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী বেড়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা শিক্ষাবোর্ড সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়- কুমিল্লা শিক্ষাবোর্ডর অধীনে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াসহ ৬টি জেলায় ৩৪৩টি কলেজের মধ্যে ১৭৬টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এর মধ্যে ৫৩ হাজার ৭৭৫ জন ছাত্র এবং ৫৫ হাজার ৮৫৮ জন ছাত্রী রয়েছে। বিভাগওয়ারীদের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৯৪৮ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ১৫২ জন এবং ব্যবসা শিক্ষায় বিভাগে ৪৬ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থী রয়েছে। জেলা ওয়ারী পরীক্ষার্থী কুমিল্লায় ৩৭ হাজার ২৪৪ জন, চাঁদপুর ১৬হাজার ৫১১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১৫ হাজার ৮০৬ জন, ফেনী ১০ হাজার ৫৮১ জন, নোয়াখালী ১৯হাজার ১৯৩ জন ও লক্ষ্মীপুরে ১০ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে কুমিল্লায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে।
কুমিল্লা শিক্ষবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুল খালেক জানান- এবার এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কেন্দ্রের সচিব ও পরিদর্শকসহ সকলের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রস্ততি নেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষা সুষ্ঠু পরিবেশ অনুষ্ঠানের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদেরকে সহযোগিতা কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন