এবার গোলাপি বলে টেস্ট হবে বাংলাদেশে
ইতিহাসে গোলাপি বলে প্রথম বারের মত টেস্ট খেলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ২০১৫ সালে অ্যাডিলেডে অনুষ্ঠিত হয় ম্যাচটি।এর আগে ২০০৯ সালেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গোলাপী বলে দিবা-রাত্রীর টেস্ট খেলারপ্রস্তাব দিয়েছিল।সেবার যদি প্রস্তাবে সায় দিত বিসিবি তাহলে প্রথম গোলাপী বলে দিবা-রাত্রীর টেস্ট খেলা দল হিসেবে ইতিহাসের পাতায় চলে যেতে পারতো বাংলাদেশ।
নানা কারণে সেটা হয়নি।তবে চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে গোলাপী বলের টেস্ট খেলার কথা ভাবছে বিসিবি। যদিও সে ব্যাপারেও কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে।
তবে, সেই সিদ্ধান্ত আসার অপেক্ষায় বসে নেই বিসিবি। গোলাপী বলে দিবা-রাত্রির টেস্টের জন্য নিজেদের ‘গেম প্ল্যান’ সাজিয়ে ফেলেছে তারা। আর সে জন্য ঘরোয়া ক্রিকেটের আগামী মৌসুম থেকে ফ্লাড লাইটের আলোয় গোলাপী বলে প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের কথা জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
নিজামউদ্দিন চৌধুরী বলেন ‘অবশ্যই আমরা দিবা-রাত্রির টেস্ট নিয়ে পরিকল্পনা করছি। আমরা ঘরোয়া ক্রিকেটে এটাকে পরীক্ষামূলক ভাবে চালু করতে চাই।বর্তমান সময়ে আমাদের অন্যান্য দেশের বোর্ড গুলোর সাথে তাল রেখে চলতে হবে। বাকিরা এটা নিয়ে অনেক ভাবছে। আমরা কেন পেছনে পড়ে থাকবো। আগামী বছর ঘরোয়া ক্রিকেট মৌসুমেই চেষ্টা থাকবে এটা চালু করার।
বাংলাদেশ অবশ্য একটা জায়গায় দিবা-রাত্রির ক্রিকেটে অনেকের চেয়ে এগিয়ে। দেশের ঘরোয়া ক্রিকেটে বেশ আগেই দেখা গিয়েছিল গোলাপী বলের নজির। ২০১৩ সালে প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল হয় দিবা-রাত্রির ও গোলাপী বলের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন