এবার জিতের সঙ্গে অভিনয় করবেন ফেরদৌস-নুসরাত

ঢাকাই চলচ্চিত্রের সুদর্শন নায়ক ফেরদৌস দুই বাংলাতেই বেশ দাপটের সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের ‘খোকা বাবু’ ও জিতের ‘ফাইটার’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন ফেরদৌস। কিছুদিন বিরতীর পর ফের একসঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘বাদশা’। এ ছবিতে জিতের সঙ্গে অভিনয় করবেন তিনি।
এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ছবিতে অভিনয়ের ব্যাপারে সবকিছু চূড়ান্ত হয়েছে। সবঠিক থাকলে ছবিটিতে আমি কাজ করব। এর আগেও জিৎ এর সঙ্গে অভিনয় করা হয়েছে। নতুন এ ছবিতে আমাকে শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘বাদশা’ ছবিটি পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব। আর বাংলাদেশ থেকে পরিচালনায় থাকবেন আবদুল আজিজ।
বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ ছবিটির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।অন্যদিকে এ ছবিটি কলকাতা থেকে প্রযোজনা করবে এসকে মুভিজ। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’খ্যাত মুখ নুসরাত ফারিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন