এবার জিতের সঙ্গে অভিনয় করবেন ফেরদৌস-নুসরাত

ঢাকাই চলচ্চিত্রের সুদর্শন নায়ক ফেরদৌস দুই বাংলাতেই বেশ দাপটের সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের ‘খোকা বাবু’ ও জিতের ‘ফাইটার’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন ফেরদৌস। কিছুদিন বিরতীর পর ফের একসঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘বাদশা’। এ ছবিতে জিতের সঙ্গে অভিনয় করবেন তিনি।
এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ছবিতে অভিনয়ের ব্যাপারে সবকিছু চূড়ান্ত হয়েছে। সবঠিক থাকলে ছবিটিতে আমি কাজ করব। এর আগেও জিৎ এর সঙ্গে অভিনয় করা হয়েছে। নতুন এ ছবিতে আমাকে শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘বাদশা’ ছবিটি পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব। আর বাংলাদেশ থেকে পরিচালনায় থাকবেন আবদুল আজিজ।
বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ ছবিটির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।অন্যদিকে এ ছবিটি কলকাতা থেকে প্রযোজনা করবে এসকে মুভিজ। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’খ্যাত মুখ নুসরাত ফারিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন