এবার তামিল সিনেমায় বাংলাদেশের মিষ্টি

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এর আগে দুটি সিনেমায় অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন। দেশীয় সিনেমার পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এবার দেশের গণ্ডি পেরিয়ে তামিল সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সম্প্রতি থাইল্যান্ডে ‘রংবাজ খিলারী’ শিরোনামের তামিল সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন মিষ্টি। সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি।
মিষ্টি বলেন, ‘গত ১৫ দিন ধরে থাইল্যান্ডে এ সিনেমার শুটিং করছি। তামিল ভাষায় কথা বলতে ও বুঝতে কিছুটা কষ্ট হচ্ছে। সিনেমার পরিচালকসহ সবাই কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল। তারা আমার সঙ্গে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছেন। কাজটি সুন্দর হচ্ছে। আগামী ২৯ জানুয়ারি এর কাজ শেষ করে ঢাকায় ফিরব। কয়েকটি গানের দৃশ্যসহ সিক্যুয়েন্সের শুটিং করছি।’
তিনি আরো বলেন, ‘আগে থেকেই সিনেমাটির কথা চলছিল। শুটিং শুরুর আগে কাউকে বলিনি। সামনে আরো কিছু সারপ্রাইজ আছে। আশা করছি, ভালো কিছু হবে। সিনেমাটি তামিল ও ভোজপুরি ভাষায় মুক্তি পাবে।’
২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ শিরোনামের আরো একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন