এবার তিন হাজারী ক্লাবে অধিনায়ক মুশফিকুর রহিম

গত দুই দিন তাঁর উইকেট কিপিং নিয়ে খুবই সমালোচনা হয়েছিল। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের কিছু সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে। হায়দরাবাদ টেস্টে সেই মুশফিক ঠিকই ব্যাট হাতে জবাব দিয়েছেন এসব সমালোচনার।
ভারতের বিশাল স্কোরের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস যখন ব্যাটিং বিপর্যয়ের কবলে তখনই তিনি প্রতিরোধ গড়ে তোলেন। খেলেন ৮১ রানের হারনামানা একটি ইনিংস। এই ইনিংসটি খেলে মুশফিক দারুণ একটি কীর্তিও গড়েছেন, বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজারী ক্লাবে ঢুকেছেন।
ভারতের বিপক্ষে এই টেস্টের আগে তিন হাজার রান থেকে ৭৮ রান দূরে ছিলেন মুশফিক। দিনের শেষ ওভারের পঞ্চম বলে ইশান্ত শর্মা স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে তিন হাজারী ক্লাবের সদস্য হয়ে যান তিনি। ৫১ টেস্ট এখন পর্যন্ত তাঁর মোট রান ৩ হাজার ৩।
সবার আগে তিন হাজার রান করেছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, তিনি করেছেন ৩ হাজার ২৬ রান। সাকিব আল হাসানের রান ৩ হাজার ২৯৫। আর ৩ হাজার ৪৬৭ রান নিয়ে শীর্ষে তামিম ইকবাল।
কিছুদিন আগে ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুশফিক ছুঁয়েছিলেন ৪ হাজার ওয়ানডে রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন