এবার ফরিদপুরেও এক সঙ্গে চার শিশুর জন্ম
ফরিদপুরে এক সঙ্গে চার মেয়ের জন্ম দিলেন সোনিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের ঝিলটুলী এলাকার ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সোনিয়া বেগম চারটি মেয়ে শিশুর জন্ম দেন।
সোনিয়া বেগমের স্বামী ইমাম হোসেন ওরফে রানা প্রাণ কোম্পানির পরিবেশক। তার বাড়ি রাজরাড়ীর পাংশা উপজেলা সদরের আজিজ সরদারের মোড় এলাকায়।
হাসপাতাল সুত্রে জানা গেছে, আট মাসের মাথায় এক সাথে চারটি শিশু মায়ের গর্ভে বেড়ে ওঠায় স্বাভাবিক ভাবেই তারা সকলেই অপুষ্টির শিকার হয়েছে। তাই চার শিশুকেই রাখা হযেছে ইনকিউবেটরে। তবে ডায়াবেটিক হাসপাতালে চারটি ইনকিউবেটর না থাকায় দুটি শিশুকে রাখা হয়েছে শহরের ডা. জাহেদ মোমোরিয়াল শিশু হাসপাতালের দুটি ইনকিউবেটরে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের গাইনি চিকিৎসক দীপ্তি রানী প্রামাণিক জানান, সাধারণত এক সঙ্গে চারটি শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটে না। এটি একটি বিরল ঘটনা। তবে যে সব মা বন্ধ্যাত্ব ঘোচাতে ক্লোমিফেন সাইট্রেট (বন্ধ্যাত্ব নিবারণের ওষুধ) ব্যবহার করেন। তাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ ক্ষেত্রেও তাই ঘটেছে।
তিনি বলেন, অপুষ্টির শিকার হলেও চারটি শিশুই ভাল আছে এবং ধারণা করা হচ্ছে তাদের সকলেই বেঁচে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন