বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার ফাঁসির আসামিকে ছেড়ে দিল চট্টগ্রামের পুলিশ

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে ফটিকছড়ি থানা পুলিশ। ফটিকছড়ির বীমা কর্মকর্তা নুর খালেক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার আশরাফ ওরফে আনোয়ার চৌধুরীকে (৪০) র‌্যাব গতকাল (রোববার) শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করেছিল।

র‌্যাবের আটকের একদিন পরই নামের অমিলের অজুহাতে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। র‌্যাব-১ এর দেয়া গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব- ৭ এর একটি টিম গতকাল (রোববার) সকাল ১০টায় শাহ আমানত বিমান বন্দর থেকে তাকে আটক করে। দীর্ঘদিন পলাতক থাকার পর কাতার থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে আসে তিনি।

তবে রোববার অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক স্কোয়াডন লিডার সাফায়েত জামিল ফাহিম সাংবাদিকদের বলেন, ‘র‌্যাব-১ এর তথ্যের ভিত্তিতে আনোয়ার চৌধুরীকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে আসার পথে বিমান বন্দর থেকে আমরা আটক করি। তার বিরুদ্ধে তথ্য ছিল তিনি ফটিকছড়ির এক বীমা কর্মকর্তা হত্যা মামলার মৃত্যুুদণ্ডপ্রাপ্ত আসামি।’

তিনি বলে, ‘আটক করার সময় তিনি কোনো ধরণের প্রতিক্রিয়া দেখাননি। এমনকি তার বোডিং পাস, বিমানের টিকিট ও পাসপোর্টের নামেও অমিল পাওয়া গেছে। এরপর ভিকটিমের পরিবারও র‌্যাব অফিসে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি বলে সনাক্ত করেছিলেন। এরপর আমরা রাতে তাকে স্থানীয় ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করি।’

পুলিশের ছেড়ে দেয়া প্রসঙ্গে র‌্যাব কর্মকর্তা ফাহিম বলেন, ‘আমার এতটুকু নিশ্চিত হওয়ার পরও কেন তাকে পুলিশ ছেড়ে দিয়েছে সেটি তারাই ভালো বলতে পারবে। তারা কিভাবে তার পরিচয়ে অমিল পেয়েছে সেটি আমি জানি না। এমনকি আমাদের কাছে খবর রয়েছে তিনি সরকার দলীয় অনেক বড় নেতার নিকটাত্মীয়। গতকালও অনেক নেতা তার জন্য ফোন করেছিল। এখন হয়তো অন্য কোনো কারণেও তাকে ছেড়ে দেয়া হয়েছে নাকি, তথ্যে ভুল ছিল সেটি দেখতে হবে।’

এদিকে সোমবার দুপুরে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও গোল্ডেন লাইফের সাবেক এমডি তৌহিদুল আলম বাবুর উপস্থিতিতেই আনোয়ারকে ছেড়ে দেয়া হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, আটক আনোয়ার সরকারি দলের প্রভাবশালী এক নেতা এবং ফটিকছড়ির পৌর মেয়রের নিকটাত্মীয় হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন জানান, ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি মনে করে র‌্যাব আনোয়ার আশরাফ নামে একজনকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছিল। সোমবার ব্যাপক যাচাই-বাছাই শেষে এই ধৃত ব্যক্তির সঙ্গে প্রকৃত ফাঁসির দ-প্রাপ্ত আসামির নাম-ঠিকানার কোনো মিল না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট

প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান

‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন

  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত
  • চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা