এবার বিশ্বকে অবাক করে দিয়ে নাতির জন্ম দিলেন দাদি!
মেয়ের বয়স ২১। সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত ১৮ বছর বয়স থেকে।
কোনোদিনই মা হতে পারবে না মেয়ে। তাঁর বয়স ৪৫। কিন্তু তিনি তো এখনও সন্তানধারণে সক্ষম। মেয়ের সন্তানকে নিজের গর্ভে ধারণ করলেন মা। তৈরি হল সারোগেসির নতুন সংজ্ঞা।
৪৫ বছর বয়সে নাতির জন্ম দিলেন দিদা জুলি ব্র্যাডফোর্ড। মেয়ে জেসিকা জেনকিন্স মারণরোগে আক্রান্ত। কিন্তু তাই বলে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত থাকবে! এটা মেনে নিতে পারছিলেন না মা জুলি। শেষমেশ সিদ্ধান্ত নিলেন মেয়েকে মাতৃত্বের স্বাদ দেবেন তিনি নিজে হাতেই। অন্য কারোর গর্ভ ভাড়া করা নয়। মেয়ের ভ্রূণকে নিজের গর্ভে ধারণ করেন জুলি।
জেনকিন্সের কেমোথেরাপি শুরুর আগেই সংরক্ষণ করে রাখা হয়েছিল ২১টি ডিম্বাণু। তারপর যথাসময়ে IVF পদ্ধতিতে নিষেকের পর তা স্থাপন করা হয় জুলির গর্ভে। ছেলেকে পেয়ে খুশি জেসিকা। আর মেয়ে জেসিকার খুশিতে, খুশি মা জুলি। তাদের কাছে এটাই ক্রিসমাসের সবচেয়ে বড় উপহার।
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন