এবার বৃদ্ধকে প্রকাশ্যে নির্যাতনের ভিডিও (ভিডিও সহ)

এবার ৬০ বছরের এক বৃদ্ধকে শত শত মানুষের সামনে নির্মমভাবে পেটানোর ভিডিওচিত্র প্রকাশ হয়েছে। গরু চুরির অভিযোগে আবু বক্কর নামে ওই বৃদ্ধকে প্রকাশ্যে ফুটবল খেলার মাঠে পেটানো হয়।
ঘটনাটি ঘটেছে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্বভালোবাসা দিবসে জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে। গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ওই ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় সহায়তাকারী স্থানীয় ইউপি সদস্য জমসেদ আলীকে শনিবার বিকেলে আটক করেছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, নির্যাতিত বৃদ্ধের পরিবারের অভিযোগের ভিত্তিতেই ই্উপি সদস্যকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সাতাইহাল গ্রামে গরু চুরির অভিযোগে বৃদ্ধ আবু বক্করকে খেলার মাঠে নিয়ে শত শত মানুষের সামনে নির্যাতন করেন গজনাইপুর ইউপি সদস্য জমসেদ আলী। শুধু তাই নয়, নির্যাতনের ওই দৃশ্য মোবাইল ফোনে ধারন করে ফেসবুকে প্রকাশ করা হয়।
https://youtu.be/VNS7z_3RmDQ
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন