এবার যোগব্যায়ামে ব্যবহার হচ্ছে ছাগল (ভিডিও)
শরীর ও মনকে সতেজ রাখতে এবং সেই সঙ্গে মানসিক ক্লান্তি দূর করতে যোগব্যায়ামের বিকল্প নেই। তাই গড়ে উঠেছে যোগব্যায়াম শেখানোর অনেক স্কুল বা ট্রেনিং সেন্টার।
আর এই যোগব্যায়ামকে ভিন্নভাবে উপস্থাপন করে জনপ্রিয়তাও লাভ করেছেন অনেকে। তেমনি একটি ভিন্নধর্মী উপস্থাপন ‘ছাগল ইয়োগা’।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে সম্প্রতি ভিডিওসহ প্রকাশ করেছে। সেখান থেকে জানা যায়,যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এপ্রিল গোল্ড নামের ৩৮ বছর বয়সী এক নারী ভিন্ন ধরনের একটি যোগব্যায়ামের ক্লাস চালু করেছেন। আর তার এই ভিন্ন ধরনের একটি যোগব্যায়ামের ক্লাস ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি যোগব্যায়ামে ব্যবহার করছেন ছাগল, যা এর আগে কেউ করেনি।
গোল্ড তার ইয়োগার ক্লাসের সময় ছাগলগুলো ছেড়ে দেন, ছাগলগুলো সেখানে চলাফেরা করে নিজেদের ইচ্ছেমতো। অংশগ্রহণকারীরা যখন যোগাসনে করে তখন অনেক সময় ছাগলগুলো তাদের পিঠের ওপর চড়ে বসে। এরপর শিক্ষার্থীরা ছাগল পিঠে নিয়েই আসন পূরণ করেন। এটাই হচ্ছে গোল্ডের স্পেশাল ছাগল ইয়োগা!
এই স্পেশাল ছাগল ইয়োগা সম্পর্কে গোল্ড বলেন, ‘ব্যায়ামেরক্লাসে অংশগ্রহণকারীদের মধ্যে বেশির ভাগই তারা একে অপরের সঙ্গে অপরিচিত। যোগব্যায়ামের সময় ছাগলগুলোর নানা কর্মকাণ্ড দেখে সবাই একসঙ্গে হাসিতে ফেটে পড়ে। ছাগল ইয়োগায় আয়ও বেশ ভালোই হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন