এবার শাহরুখকে ব্যঙ্গ করলেন আমির!
আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। এদিন তিনি ৫০ বছরে পা দিবেন। আবার একই দিনে মুক্তি পাবে তার নতুন ছবি ‘দিলওয়ালে’। এদিকে এই শুভক্ষণের ঠিক আগের মুহুর্তে আমিরের একটি বিজ্ঞাপনটি সামনে এলো। ‘স্ন্যাপডিল’র এ বিজ্ঞাপনচিত্রে তিনি সরাসরি ব্যঙ্গভঙ্গিতে উল্লেখ করেছেন শাহরুখের নাম। বলেছেন শাহরুখের একটি আলোচিত সংলাপও। মজার বিষয় হলো, বিজ্ঞাপনের বিশেষ অফারও দিনটিও একই- ২ নভেম্বর। বিষয়টা ’কাকতালীয়’ বলে হয়তো আমির চালিয়ে দিতেই পারেন। তবে এতে হয়তো তা ‘শাপে বর’ হলেও হতে পারে। কিংবা নতুন ছবির জন্য হতে পারে উত্তম মানের প্রচারণা। কারণ আমিরের বিজ্ঞাপনে আছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ছোট্ট একটা শব্দ! সেই যে ইউরোপ ঘুরে বাড়ি ফেরার সময়ে রাজ সিমরনকে মজা করে বলেছিল, ‘পলট’; সেই শব্দটাকেই ব্যঙ্গ করে বলেছেন আমির! শাহরুখ-কাজলের ইতিহাস সৃষ্টি করা এ ছবির অনুপ্রেরণায় তৈরি হচ্ছে একই জুটির নতুন ছবি ‘দিলওয়ালে’। তাই আগের ছবির সংলাপটা ব্যঙ্গ হলেও হয়তো বেশ কাজে দেবে শাহরুখের। তবে এখানেই শেষ নয়। স্ন্যাপডিল কোম্পানি যে অফার দিচ্ছে তার নামের একটি অংশ ‘ডিলওয়ালি’। আবার বিজ্ঞাপনের দৃশ্যটিও শাহরুখের ছবির মতো। এতে দেখা যাচ্ছে, তিন-চারটে অল্প বয়স্ক ছেলের সঙ্গে দাঁড়িয়ে আমির। সেখানে রাজের মতোই ঠাট্টা-মশকরাতে মশগুল আমির। বলছেন, “খড়ে রহে হম, উও পলটি নেহি। খড়ে রহে হম, উও পলটি নেহি। হমনে কহা পলট পলট পলট, উও পলটি নেহি। অ্যায়সা ভি কেয়া হ্যায় উনকে ফোন মে, কি শাহরুখ কি ইয়ে লাইন উনপে চলতি নেহি?’ তাই, অংকে ভালো হলো, দুই ও দুই চার মেলাতেই পারেন অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন