শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এবার হজযাত্রীর সংখ্যা কমছে ১২ হাজার

এবার হজে যেতে পারবেন এক লাখ এক হাজার ৮৬৮ জন নাগরিক। আর সরকারি ব্যবস্থাপনার যাওয়া যাবে ১০ হাজার। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদিত সংশোধিত হজ প্যাকেজে একথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় সভাপতিত্ত্ব করেন।মন্ত্রিসভার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

তিনি জানান, নির্ধারিত সংখ্যা থেকে এবার ১২ হাজার ১১০ জন মুসল্লির হজে যাওয়া হবে না।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সচিব এসব কথা বলেন। এদিন জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ সংশোধনীর অনুমোদন দেয় মন্ত্রিসভা।

শফিউল আলম জানান, আগে অনুমোদিত সংখ্যা ছিল এক লাখ ১৩ হাজার ৮৬৮ জন। এবার সেখান থেকে হজযাত্রীর সংখ্যা কমিয়ে করা হয়েছে এক লাখ এক হাজার।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, সৌদি আরব হঠাৎ করেই বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বাংলাদেশকেও জানুয়ারি মাসে নেওয়া নীতি সংশোধন করতে হচ্ছে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজার, এবার করা হয়েছে ১০ হাজার। বেসরকারি ব্যবস্থাপনায় ছিল এক লাখ আট হাজার। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ৯১ হাজার ৭৫৮ জন।

আইডিবিতে কোরবানির টাকা:সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের কোরবানির টাকা এজেন্সির কাছে জমা না দিয়ে দেশটির ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) মাধ্যমে জমা দিতে হবে। প্রতারণা ও ঘাপলা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আইডিবির মাধ্যমে টাকা কেন জমা দিতে হবে তা জানতে চাইলে শফিউল আলম বলেন, বাংলাদেশের হজযাত্রীদের কোরবানির বিষয়ে সৌদি আরব সরকার কিছু ঘাপলা পেয়েছে। সম্ভবত হজ এজেন্সিগুলো যাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিয়ে কোরবানি দেয় না। টাকাটা আত্মসাৎ করে। এই প্রতারণা ঠেকাতেই এ বছর আইডিবির মাধ্যমে টাকা জমা নেওয়ার ব্যবস্থা করেছে সৌদি আরবের সরকার।

অনলাইনে টাকা জমা:এ ছাড়া এ বছর হজযাত্রীর সব টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। হজ এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওয়াটার কুলার: প্রচণ্ড গরমে গত বছর আরাফাতের ময়দানে বহু লোক মারা যাওয়ার কারণে এ বছর ময়দানের তাঁবুগুলোর জন্য ওয়াটার কুলারের ব্যবস্থা করছে সৌদি সরকার। এ জন্য ১৫০ রিয়াল (তিন হাজার টাকা) অতিরিক্ত দিতে হবে হজযাত্রীদের।

এ ছাড়া আজকের বৈঠকে ২০১৬ সালের প্রথম তিন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের হার সন্তোষজনক বলে মত দিয়েছেন মন্ত্রীরা।

গত বছর ১১ সেপ্টেম্বর হজের সময় সৌদি আরবের মক্কায় ক্রেন পড়ে শতাধিক মুসল্লির প্রাণহানি হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক, শর্ত চার

চার শর্তে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • কেজরিওয়ালের পদত্যাগের পর কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? আলোচনায় আছেন যারা 
  • মহানবীর আদর্শে বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ধর্ম উপদেষ্টা
  • নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে শেহবাজ শরিফের 
  • কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ট্রাম্পকে হত্যা করতে চায়, কে এই রায়ান রুথ?
  • ঢাবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাত আবদুল্লাহর ১৪ দাবি
  • মঙ্গলবার রাজধানীতে বিএনপির গণসমাবেশ 
  • আর্থিকখাতে যুবকদের অন্তর্ভুক্তি: আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক
  • বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
  • মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
  • এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর