এমপিপুত্র রনির বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সরকার দলীয় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।
রোববার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে হরতালের কারণে রনিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় এবং কোন সাক্ষি আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ মাকসুদ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামসুন্নাহার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
গত ৬ মার্চ রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এর আগে গত বছর ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস মামলাটিতে রনিকে একমাত্র আসামি করে এবং তার ড্রাইভার ইমরানের অব্যাহতি চেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটিতে পুলিশ বখতিয়ার আলম রনিকে ৩ দফা দশ দিনের রিমান্ডে নেয়। গত বছর ২ জুলাই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
মামলাটিতে রনির ৩ বন্ধু টাইগার কামাল, জাহাঙ্গীর ভূইয়া ও কামাল মাহমুদ ঘটনার প্রত্যক্ষ সাক্ষি হিসেবে রনির বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন