এমপিপুত্র রনি ফের ৪ দিনের রিমান্ডে
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় ক্ষমতাসীন দলের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে ফের ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে রনিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।\
এর আগে গত ১ জুন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। তবে অসুস্থতার কারণে ৯ জুন আসামিকে রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে অসুস্থতার কারণ দেখিয়ে জামিন মঞ্জুর করা হয়। পরে শুনানি শেষে রনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর ইস্কাটন এলাকায় জ্যামে আটকা পড়লে গাড়ির ভেতর থেকে লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করেন রনি। এসময় তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানা যায়। পরে রনির বন্দুকের গুলিতে বিদ্ধ হয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিএনজি অটোরিকশাচালক ইয়াকুব আলী এবং মধুবাগের রিকশাচালক আব্দুল হাকিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশ গত ৩১ মে রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেফতার করে। ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন