এমপি লিটন হত্যায় উত্তাল গাইবান্ধা
দুর্বৃত্তের গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয়এমপি মনজুরুল ইসলাম লিটনের নিহতের প্রতিবাদে উত্তাল গাইবান্ধা। মৃত্যুর খবর শোনার পর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। বিচ্ছিন্নভাবে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
সন্ধ্যায় সুন্দরবনের বামনডাঙ্গার নিজ বাসায় ঢুকে এমপি লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমাদের সুন্দরগঞ্জ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক জানান, এমপি লিটনের আহত হওয়ার পরেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বামনডাঙ্গা এলাকায় সড়কে নেমে বিক্ষোভে ফেটে পড়েন। কয়েকশ নেতাকর্মী সন্ধ্যা থেকে গাইবান্ধা-বামনডাঙ্গা-রংপুর সড়ক অবরোধ করে রাখেন। রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কেই অবস্থান করছিল নেতাকর্মীরা।
বিক্ষোভ হয়েছে থানা সদরেও। সেখানে বিক্ষোভের একপর্যায়ে সুন্দরগঞ্জ পৌরসভার কলেজ রোড এলাকায় অবস্থিত জামায়াত সমর্থক আবদুল গাফ্ফারের দুটি ওষুধের দোকানে আগুন দেয় তারা। নেতাকর্মীদের অবরোধের ফলে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়েছে।
শুধু সুন্দরগঞ্জেই নয় লিটনের হত্যার খবরে বিক্ষোভ হয়েছে গাইবান্ধা, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জেও। গাইবান্ধা জেলা শহরে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। প্রতিটি বিক্ষোভে উত্তেজিত নেতাকর্মীদের অনেকে এই হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন।
নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এমপির নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা না নেয়ায় তাকে এভাবে প্রাণ দিতে হলো। হত্যকাণ্ডের পর ঘটনাস্থলে গেছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রংপুর র্যাব-১৩ এর ইনচার্জ আতিকুল্লাহসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন