এয়ার ট্রাফিকের কিছু অবিশ্বাস্য ছবি যেগুলো তুলতে ২ বছর লেগেছে
বিমান বন্দরে প্লেন নামছে আবার উড়ে যাচ্ছে, বলতে পারেন এ আবার নতুন কি? তবে প্রতিটি বিমান নিজস্ব সীমার বাইরে চলে না। প্রতিটি বিমানের রয়েছে নির্দিষ্ট এয়ার ট্রাফিক। শত শত প্লেন একই সময়ে রানওয়ে ছাড়ছে, যাইহোক একটি বিমান বন্দর থেকে দিনে যে পরিমান প্লেন ছাড়ে তা এক সাথে দেখা সম্ভব নয়।
তবে এবার এটি সম্ভব করেছেন মাইক কেলি নামে এক এলএ ভিত্তিক স্থাপত্যবিষয়ক ফটোগ্রাফার। যিনি বিগত দুই বছর লাগিয়ে ১৮টি ভিন্ন বিমানবন্দরে থেকে এই ছবি গুলো তুলেছেন। তিনি এই অত্যাশ্চর্য সংযোজনের মাধ্যমে আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আকাশপথও সড়কপথের মতন কতটা ব্যাস্ত।
মাইক কেলি এ ব্যাপারে তার ব্লগে লিখেছেন, কিছু জায়গা থেকে আমাকে হাজারো ছবি সংগ্রহ করতে হয়েছে, পরে সেগুলোকে সঠিক রং, কম্পোজিট এবং স্থানান্তরিত করে সঠিক রূপ দিতে হয়েছে। এটি আমার করা সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট।
লস এঞ্জেলসের বিমান বন্দরে বিকাল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ছেড়ে যাওয়া সব বিমানের ছবি এটি। এই সময়ের মধ্যে যে বিমান গুলো উড়ে গেছে তা আলাদা আলাদা ভাবে নিজ দক্ষতায় রূপ দিয়েছেন এই ফটোগ্রাফার। দেখেই বোঝা যাচ্ছে যে এক লাইনে দ্বিতীয় কোনো প্লেন যায়নি। এমন আরো অবাক করা ছবি দেখুন-
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন