এর চাইতে লজ্জা কী হতে পারে?
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও নোবিপ্রবির বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।
এ বিষয়ে নোবিপ্রবি সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনি’র কর্মী মোবারক হোসেন রঞ্জু তার বক্তব্যে সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান।
১০ম ব্যাচের ছাত্রী ফারজানা আবিদাহ বলেন, ‘নারীরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পুরুষেরা আমাদের বাবা বা ভাইয়ের মতো অথচ আমরা আজ আমাদের বাবা বা ভাইয়ের মতো কোনো পুরুষ দ্বারা ধর্ষিত হচ্ছি। এর চাইতে লজ্জা কী হতে পারে?’ মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন