এলিয়েনের অস্তিত্ব কি সত্যিই রয়েছে?
মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ কিছুই না, একেবারে বালিকণার মতো। আর সে তুলনায় পৃথিবী তো আরো অনেক ছোট। এই মহাবিশ্বের অনেক কিছুই এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। অধরা রয়ে গেছে মহাবিশ্বের অনেক রহস্যও। আমাদের জানার সীমাবদ্ধতায় অচেনা রয়ে গেছে অনেক বিস্ময়কর জগৎ। কতটা জানি আমরা? ৫০/৬০/৭০/৮০/৯০ বছরের একজন মানুষের ক্ষুদ্র এই জীবনে কতটুকোইবা জানা সম্ভব, আবিষ্কার সম্ভব? পৃথিবী থেকে যে কোন গ্রহে যেতে যেখানে হাজার হাজার বছর প্রয়োজন, সেখানে অন্য গ্রহে পৌঁছানোই অধরা!
মহাবিশ্বে কত কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আমরা তো কেবল চাঁদে পা দিয়েছি, মঙ্গলে যান প্রেরণ শুরু হয়েছে। কিন্তু এর বাইরের জগতের প্রায় সবই আমাদের অজানা। অজানা সেই জগতে প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক নয় পৃথিবী ছাড়া বসবাসযোগ্য কোনো গ্রহের অস্তিত্বও। বহুদিন ধরেই বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে এসব নিয়ে।
সেই অচেনা গ্রহেও হয়তো কোন প্রাণীর বসবাস। সেই বাসিন্দাদের আমরা এলিয়েন বলি। এলিয়েন বলতে এমন জীবকে বোঝায় যাদের উদ্ভব পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও। আর সেখানেই এদের বসবাস। এলিয়েন দেখতে কেমন হবে তার কোনো ঠিক নেই। তারা দেখতে পৃথিবীর প্রাণীদের কাছাকাছিও হতে পারে, আবার এ ধারণা থেকে সম্পূর্ণ আলাদাও হতে পারে। আবার সত্যি সত্যি মহাবিশ্বে এলিয়েনের কোনো অস্তিত্ব আছে কিনা এ নিয়েও দ্বিধার অন্ত নেই। তবে এলিয়েন আসলেই রয়েছে – পৃথিবীতে এমন বিশ্বাসীদের সংখ্যাই বেশি। এলিয়েনরা দেখতে কেমন? আমাদের চেয়ে পিছিয়ে নাকি অনেক এগিয়ে? তাদের ভাষা কি? কত সব চিন্তাভাবনা মানুষেন মস্তিস্কে? অন্য গ্রহের এলিয়েনরা কি আমাদের মত এমন ভাবে? PK ছবির আমির খান হয়ে হটাৎ কি তারা আমাদের মাঝে চলে আসছে না? নাকি সবই কল্পনাপ্রসূত গল্প?
কিছুদিন আগে নাসার গবেষকদের এক দাবিতে এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে নতুন এক ধারণা পাওয়া গেছে। নাসার গবেষকরা নাকি শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানে এলিয়েন বা মহাজাগতিক প্রাণী থাকার প্রমাণ পেয়েছেন। নাসার ক্যাসিনি থেকে পাঠানো ডাটা বিশ্লেষণ করেই গবেষকরা টাইটানে এ সূত্র খুঁজে পেয়েছে।
গবেষকদের টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত খবর থেকে জানা যায়, শনির অনেকগুলো চাঁদের মধ্যে একমাত্র টাইটানের আবহাওয়াই প্রাণ ধারণের উপযোগী। আর চাঁদের এই আবহাওয়ায় জীবনের উৎপত্তি হয়েছে এবং তারা শ্বাস নিতে পারছে। আরো জানা গেছে, ঐ ভূপৃষ্ঠের জ্বালানি খেয়েই নাকি বেঁচে আছে টাইটানের এসব এলিয়েন।
মানুষ যেভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য শ্বাস নিতে অক্সিজেন ব্যবহার করে তেমনি টাইটানের এলিয়েনরা হাইড্রোজেনে শ্বাস নিয়ে টিকে আছে। গবেষকরা জানিয়েছেন, আগামী ৪০০ কোটি বছর পরে সূর্য যখন লাল বামন দৈত্যের আকার ধারণ করবে, তখন টাইটানে বাস করাটাই হবে উপযুক্ত। কারণ তখন এটিই হবে স্বর্গতুল্য।
বিতর্ক থাকলেও যেহেতু এলিয়েন নিয়ে জল্পনা-কল্পনা আর কৌতূহলের শেষ নেই, তাই ধরে নেওয়া যায় সত্যিই হয়তো ভিনগ্রহের কিছু একটা আছে। যদি থেকেই থাকে তাহলে ওদের আকৃতি কেমন? পিকে-র আমির খানের মত? নাকি বিভিন্ন ছবির কাল্পনিক আকৃতির এলিয়েনের মত?
নানু বলতেন যাকে দেখিনি সে বড় সুন্দরী, আর যা খাইনি তা বড় সুস্বাদু। তেমনই এই প্রাণীদের বিজ্ঞানীরা অনেক বুদ্ধিমান বলছে! এই বুদ্ধিমান প্রাণীরা দেখতে ঠিক কী রকম হবে তা নিখুঁতভাবে বলা সম্ভব নয়। কিন্তু এদের চেহারায় কী কী থাকতে পারে, তা অন্তত বলা যায়। কারণ, বিজ্ঞানের প্রাথমিক নিয়মগুলোকে কোনো ক্ষেত্রেই উতরে যাওয়ার সুযোগ নেই। বিশ্বজগতের সব জায়গাতেই বিজ্ঞানের কিছু মৌলিক নিয়ম মোটামুটি একই রকম।
তাই বলা যায়, খাঁড়া কানের আমির খানের মতই হবে এলিয়েন, নয়তো এলিয়েন ছবির মত দেখতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন