এসএসসির তৃতীয় দিনে চার শিক্ষকসহ বহিষ্কার ২৪৬

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি পরীক্ষায় সারাদেশে ২৪২ পরীক্ষার্থী ও চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৯ হাজার ৪৫১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শিক্ষামন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সারাদেশে সাধারণ ৮টি বোর্ডে ইংরেজি (অবশ্যিক) ১ম পত্র, মাদরাসা বোর্ডে ইংরেজি ২য় পত্র। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ৯ হাজার ৪৫১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা আগের দুদিনের রেকর্ড ভেঙে ২৪২ জনে। এছাড়াও তৃতীয় দিনের পরীক্ষায় প্রথমবারের মত অনৈতিক কার্যক্রমের জন্য ঢাকা বোর্ডের এক শিক্ষক ও কারিগরি বোর্ডের তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ বোর্ডে ১৪৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও ৫৮ পরীক্ষার্থী ও ১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা বোর্ড অনুপস্থিত ৬৩৬, বহিষ্কার ৮ পরীক্ষার্থী। এছাড়াও যশোর বোর্ডে অনুপস্থিত ৪৪৫, বহিষ্কার ৭, রাজশাহী বোর্ডে ৪২৯, বহিষ্কার ৩, দিনাজপুর বোর্ডে ৩২৪, বহিষ্কার ৮, চট্টগ্রাম বোর্ডে ৩৬০, বহিষ্কার ২, বরিশাল বোর্ডে ২৯১, বহিষ্কার ৫ ও সিলেট বোর্ডে ২৮১, বহিষ্কার হয়েছে একজন পরীক্ষার্থী।
অন্যদিক, অনুপস্থিতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে মাদরাসা বোর্ড। এ বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ৩ হাজার ৭৮০, বহিষ্কার করা হয়েছে ৭৫ পরীক্ষার্থীকে। তবে কোনো শিক্ষক বহিষ্কার হয়নি।
এছাড়াও কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ১৪২৮ পরীক্ষার্থী। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ ও তিনজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
২ ফেব্রুয়ারি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা শনিবার (৪ মার্চ) থেকে শনিবার (১১ মার্চ) শেষ হবে। এবার ২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হয়েছে। বিদেশে কেন্দ্র রয়েছে আটটি, সেখানে পরীক্ষার্থী ৪৪৬।
আটটি সাধারণ বোর্ডে এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ২৫ হাজার ৯০০। এর মধ্যে ছাত্র ৭ লাখ ২ হাজার ২৯৯ এবং ছাত্রী ৭ লাখ ২৩ হাজার ৬০১। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ৫৬ হাজার ৫০১ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে (ভোকেশনাল) এক লাখ চার হাজার ২১২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন