এ কী করলেন রাবির ছাত্রী শাপলা!
রাজশাহী প্রতিনিধি: মেয়েদের উত্যোক্ত করা নিয়ে যখন সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সড়ব, ঠিক তখনি অঘটন ঘটিয়ে বসলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী শাপলা সুলতানা সাফিয়া। নিজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করে বসেন তিনি।আর তাই আজীবনের জন্য নিষিদ্ধও হতে হয়েছে তাকে।
জানা যায়, যৌন হয়রানির মিথ্যা অভিযোগকারী শাপলা সুলতানা সাফিয়া নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভাষা (উর্দূ) বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন,‘শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়টি মিথ্যা প্রমাণ হওয়ায় সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে অভিযোগকারী ওই ছাত্রীকে (শাপলা) বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এর আগে সিন্ডিকেট থেকে ওই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল।’
গত বছরের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল শাপলা। ঘটনাটি তদন্ত করতে গত বছরের ২৬ ডিসেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিনকে আহ্বায়ক করে তৎকালীন প্রক্টর প্রফেসর তারিকুল হাসান ও সাবেক সিন্ডিকেট সদস্য ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হোসেনকে সদস্য করা হয়।
কমিটির সদস্যরা ওই ঘটনা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির কোনো অভিযোগের সত্যতা পায়নি। এরপর তারা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেটে বিষয়টি উত্থাপান করা হয়। সেখান থেকে ওই ছাত্রীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সেই নোটিশের উত্তর পাওয়ার পর রোববারের সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হয়।
এর আগে ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর ক্যাম্পাসে লাগাতার কর্মসূচি পালন করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ইসলামের ইতিহাস বিভাগের ওই শিক্ষককে বহিস্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিপালন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করেছিল ছাত্রলীগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন