এ বছরও পিএসসি, জেএসসি পরীক্ষা হবে
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা এবার যথানিয়মেই অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর ২টায় সচিবালয়ে সংবাদ ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তিনি বলেন, পরবর্তী আইন না হওয়া পর্যন্ত পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পিএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত চেয়ে একটি প্রস্তাব আজকের মন্ত্রিসভায় পেশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। সেহেতু পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা রাখা না-রাখার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রয়োজন। এ প্রস্তাবের ওপর আলোচনা শেষে মন্ত্রিসভা অভিমত দেয় যে, প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা উঠিয়ে দিতে গেলে একটি আইনের প্রয়োজন হবে। আইন না হওয়া পর্যন্ত আগে যে নিয়মে পরীক্ষা হতো, এখনো সেভাবে চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন