এ বছরও পিএসসি, জেএসসি পরীক্ষা হবে
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা এবার যথানিয়মেই অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর ২টায় সচিবালয়ে সংবাদ ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তিনি বলেন, পরবর্তী আইন না হওয়া পর্যন্ত পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পিএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত চেয়ে একটি প্রস্তাব আজকের মন্ত্রিসভায় পেশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। সেহেতু পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা রাখা না-রাখার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রয়োজন। এ প্রস্তাবের ওপর আলোচনা শেষে মন্ত্রিসভা অভিমত দেয় যে, প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা উঠিয়ে দিতে গেলে একটি আইনের প্রয়োজন হবে। আইন না হওয়া পর্যন্ত আগে যে নিয়মে পরীক্ষা হতো, এখনো সেভাবে চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন