‘এ সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে না’
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ভোট কারচুপি করে ফল ঘরে নিচ্ছে। নির্বাচনের নামে মানুষ হত্যা করছে এই সরকার।
শনিবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দলের মহাসচিব হওয়ার পর দুই দিনের সফরে নিজ বাড়ি ঠাকুরগাঁও আসেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোটের সভায় সিদ্ধান্ত নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম শুরু হবে। সরকারের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি প্রতিনিয়ত আন্দোলন করে আসছে। শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের সম্মেলনে বাধা দিয়েও কোনো লাভ করতে পারেনি। বিএনপি এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী দলে পরিণত হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এলাকার লোক ভালোবাসেন, তাই সুযোগ পেলে এলাকায় আসি।
মহাসচিব হওয়ার পর দায়িত্ব বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থেকে দায়িত্ব পালন করে যেতে পারি।’
তাঁকে মহাসচিব করায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পরে তিনি বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানে চড়ে ঢাকা ফিরে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন