ঐতিহাসিক ম্যাচে ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার মঈন আলির ইতিহাস

কতশত বিশ্বমানের বোলাররা টেস্ট খেলেছেন লন্ডনের কেনিংটন ওভালের। অনেক কিংবদন্তি বোলারদের পদচারণা ঘটেছে ওভালের সবুজ মাঠে। তবে সাদা পোশাকের ক্রিকেটে কেউ কোনোদিন হ্যাটট্রিক করতে পারেননি। অবশেষে ঐতিহাসিক ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেল ওভাল। সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের শেষ দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন ইংলিশ স্পিনার মঈন আলি।
দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ওভালের শততম টেস্ট ম্যাচ। এর আগে লর্ডস, মেলবোর্ন ও সিডনি শততম ম্যাচের মাইলফলক গড়ে। ওভালের ঐতিহাসিক ম্যাচটিতেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন মঈন।
হ্যাটট্রিক করার পথে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শেষ তিনটি উইকেট নেন মঈন। ৭৬তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে এলগার ও ক্যাগিসো রাবাদাকে ক্যাচ আউট করেন এই ইংলিশ স্পিনার। দুটি ক্যাচই নেন বেন স্টোকস। এরপর ৭৮তম ওভারের প্রথম বলে মরনে মরকেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক করার পাশাপাশি ইংল্যান্ডকে বড় জয় এনে দেন মঈন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন