ঐশ্বরিয়াকে নিজের নায়িকা হিসেবে চান না অভিষেক
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন আগামী বছরের মাঝামাঝি থেকে ‘লেফটি’ ছবির শুটিং শুরু করবেন। শোনা গিয়েছিল, সেই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু অ্যাশকে ছবিতে নায়িকার ভূমিকায় চাইছেন না স্বয়ং অভিষেক। তার মতে, যে চরিত্রটি ঐশ্বরিয়া চেয়েছিলেন, সেখানে তার স্ত্রী নাকি মানানসই হবেন না।
ছবিতে অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজনাও করছেন অভিষেক। ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা। সূত্রের খবর, ঐশ্বরিয়া ছবিটি করার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু অভিষেক তার টিমকে নির্দেশ দিয়েছিলেন নতুন মুখের খোঁজ করতে। তার মতে ঐশ্বরিয়া চরিত্রটির জন্য উপযুক্ত নন।
কল্পবিজ্ঞানের কাহিনির উপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘লেফটি’ ছবির চিত্রনাট্য। অভিষেক বচ্চন ছবিতে এক বাঁহাতির চরিত্রে অভিনয় করেছেন। তার বিশেষ কিছু ক্ষমতা আছে। সেই বিশেষ ক্ষমতা দিয়ে তিনি শহরকে বাঁচানোর চেষ্টা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













