মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওবামার পেনশন কত হচ্ছে জানেন?

কতো টাকা পেনশন পাবেন বারাক ওবামা? শুক্রবার দুপুর থেকেই স্থায়ীভাবে বেকার হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি আর কোনো চাকরি বা ব্যবসাও করতে পারবেন না। তবে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা হিসেবে পেনশন পাবেন তিনি।

কিন্তু বিশ্বের সবচে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছেড়ে কি নিয়ে বাড়ি ফিরছেন তা জানতে সবারই আগ্রহ রয়েছে।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট পরবর্তী জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাত মাস পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সেবা দেয়া হয়। ওবামাও সেই সুবিধা পাবেন। সাবেক কমান্ডার ইন চিফ হিসেবে তিনি সারা জীবন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা এবং ভ্রমণ, অফিস খরচ, যোগাযোগ খরচ ও স্বাস্থ্যসেবাসহ বেশ কিছু সুবিধা পাবেন।

সামনের বছরগুলোতে ওবামা (৫৫) পেনশস হিসেবে পাবেন বাৎসরিক ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার। প্রেসিডেন্ট হিসেবে তিনি যে বেতন-ভাতা পেতেন এটা তার অর্ধেক।

এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত কিছু খরচ। ২০১৫ সালে এই খরচ কিছুটা কমবেশি হয়েছে। জিমি কার্টার পেয়েছেন দুই লাখ ডলার এবং জর্জ ডব্লিউ বুশ পেয়েছেন ৮ লাখ। অবশ্য কার্টার হেলথ ইনসুরেন্স পাননি কারণ পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য কেন্দ্র সরকারের হয়ে পাঁচ বছর কাজ করতে হয়।

সাবেক প্রেসিডেন্টদের জন্য পেনশনের রীতি চালু হয় ১৯৫৮ সালে। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান দায়িত্ব ছাড়ার পর আর্থিক সঙ্কটে পড়েছিলেন। তখন থেকেই এই রীতি চালু হয়। এখন প্রেসিডেন্ট যে পেনশন পান তা মন্ত্রিপরিষদ সচিবের বেতনের সমান। আর এই বেতন নির্ধারণ করে কংগ্রেস।

গত বছর বিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস একটি বিল পাস করে যেখানে পেনশন বাবদ দুই লাখ ডলার এবং অন্যান্য খরচ বাবদ দুই লাখ ডলার দেয়ার সীমা নির্ধারণ করা হয়। সামাজিক নিরাপত্তা সুবিধার নিয়ম অনুযায়ী জীবনযাত্রা ব্যয়ের সাথে পেনশনের ভারসাম্য করার কথাও বলা হয়।

উল্লেখ করা হয়, বেশিরভাগ সাবেক প্রেসিডেন্ট সাধারণত বক্তৃতা দিয়ে ও বই লিখে আয় করতে পারছেন। সেক্ষেত্রে দায়িত্ব ছাড়ার পর আলাদা করে খরচ দেয়ার ব্যাপারে নাগরিকদের সমর্থন প্রয়োজন হতে পারে।

তবে ওবামা কংগ্রেস প্রস্তাবিত বিলে ভেটো দিয়েছিলেন, কারণ তার মতে এই বিল সাবেক প্রেসিডেন্টের কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাতিল করে দেয় এবং সাবেক প্রেসিডেন্টদের সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাওয়ার বিষয়টি কঠিন করে তোলে।

তিনি বলেন, কংগ্রেস যদি এই আশঙ্কার বিষয়গুলো পরিষ্কার করে উল্লেখ করে এবং স্পষ্ট নির্দেশনা সহকারে আনতে পারে তাহলে তিনি স্বাক্ষর করবেন। কিন্তু পরে বিলটি আর টেবিলে উত্থাপনই করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বর্তমান বেতন-ভাতা ৪ লাখ ডলার। যদিও নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন তিনি কোনো বেতন-ভাতা নেবেন না। সূত্র: সিএনএন

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ