মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ওরা বেছে বেছে সুন্দরীদের তুলে নিয়ে যায়’

ধার মেটাতে ১৪ বছরের কিশোরী জীভতিকে তুলে নিয়ে গিয়েছিল মহাজন। বিয়ে দিয়ে দেয়া হয় একজনের সঙ্গে।

আর বাড়িতে ফিরে আসেনি সে। মেয়ে জীভতির বয়স কত হল তা সঠিকভাবে বলতে পারেন না মা আমেরি কাশি কোহলি। পাকিস্তানে তো বার্থ সার্টিফিকেট পাওয়ার সুযোগ গরিবদের নেই। সেই যে বছর ভূমিকম্প হয়েছিল, সে বছর ওর বোনের জন্ম হয়েছিল তখন ওর বয়স ছিল ৩। ট্রাঙ্কে রাখা কয়েকটা কাপড়-চোপড়, চাদর, রুপার কয়েকটা মামুলি গয়নার মধ্যে থেকে কিশোরী মেয়ে জীভার ছবি বের করে আনলেন তিনি। আমেরি জানিয়েছেন, জমিতে চাষের জন্য তাঁরা প্রথমে ৫০০ ডলার ধার করেছিলেন। কিন্তু বুঝতে পারেননি সেই ধার চক্রবৃদ্ধিহারে এমন হয়ে যাবে যে তা আর কোনোদিন শোধ হবে না। ঋণের জালে জড়িয়ে পড়তে হল সারাজীবন।

দক্ষিণ পাকিস্তানে এটা খুবই পরিচিত ঘটনা। একবার ঋণ নিলে তার ফাঁস থেকে আর বেরোনো যায় না। আর এখানে আমেরি ও তাঁর মেয়েরা সম্পত্তি ছাড়া আর কিছুই নয়। ঋণ শোধ, বিবাদ নিষ্পত্তি বা কোনও জমিদার যদি তার শ্রমিকের ওপর শোধ নিতে চায় তাহলে প্রথম কোপটাই নেমে আসে জীভতিদের ওপরই। অনেক সময় ঋণভারে জর্জরিত বাবা-মাই মহাজনের হাতে তুলে দিয়ে আসতে বাধ্য হন মেয়েকে।

এরপর তাদের দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে কাজের জন্য রাখা হয়। কখনো কখনো দেহব্যবসায় নামিয়ে দেয়া হয়। আবার অনেক সময় লালসা চরিতার্থ করতেও কিশোরী মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়।

আমেরী বলেছেন, পুলিশ ও আদালতেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের কথা কেউ শোনেইনি। জমির মালিক বলেছে, জীভতিকে এখন ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। তাই ওকে আমেরীরা আর ফিরে পাবেন না।

২০১৬-র গ্লোবাল স্লেভারি ইনডেক্স সমীক্ষা অনুযায়ী, পাকিস্তানে প্রায় ২০ লক্ষ মানুষ ক্রীতদাসত্বের ঘানি বয়ে চলেছে। সারা বিশ্বে পাকিস্তান এক্ষেত্রে প্রথম তিনটি দেশের মধ্যে রয়েছে। ওই ক্রীতদাসদের কেউ জমিতে, কেউ ইঁট ভাটায় আবার কেউ কেউ বাড়িতে কাজ করে। মারধর তো আছেই অনেক সময়ই তারা যাতে পালাতে না পারে, এজন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

ওই ক্রীতদাসদের মুক্তির জন্য সংগ্রাম করছে গ্রীন রুরাল ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন। সংস্থার প্রধান গুলাম হায়দর ক্রীতদাসদের এই অবর্ণনীয় দুঃখকষ্টের কথা জানিয়েছেন।

দক্ষিণ এশিয়া পার্টনারশিপ অর্গানাইজেশনের হিসেবে অনুযায়ী, প্রতি বছর প্রায় ১০০০ সংখ্যালঘু নাবালিকাকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। হায়দর জানিয়েছেন, জমির মালিক ও মহাজনরা বেছে বেছে সবচেয়ে সুন্দরী মেয়েটিকেই তুলে নিয়ে যায়।

জীভতিদের বাবা-মায়ের কান্না পাক প্রশাসনের বধির কানে কোনোদিনও পৌঁছায় না। তাই পাক সামন্ততন্ত্রের এই বিভীষিকা থেকে জীভতিরা কবে মুক্তি পাবে, তার উত্তর কারো জানা নেই।

সূত্র: এবিপি আনন্দ

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ