শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওলামা লীগ সভাপতিকে কুপিয়ে জখম

আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ মুজাহিদ নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক মুজাহিদ নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) কর্মী বলে পুলিশ জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে পল্টন থানা পুলিশ।

পল্টন থানার ওসি মোরশেদুল আলম জানান, ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তিনি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে যাচ্ছিলেন। সেখানে তার কোরআন তেলাওয়াত করার কথা ছিল। দক্ষিণ গেটে পৌঁছার পর এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থ’ল থেকে একজনকে আটক করা হয়। আহত ইলিয়াস বিন হেলালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার ঘাড়ের পেছনে, গলার ডান পাশে ও বগলের নিচে চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওলামা লীগের একাধিক গ্রুপ রয়েছে। এসব নিয়ে তাদের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে। এ নিয়ে জিডি পাল্টা জিডি হয়েছে। এছাড়া এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্যও দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দলের কারণে প্রতিপক্ষ তার ওপর হামলা করেছে। এছাড়া হেলালীর বিরুদ্ধে পোস্তগোলা-যাত্রাবাড়ী এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন তদবির নিয়েও বিরোধ রয়েছে। এসব কারণে তার ওপর হামলা হতে পারে। তবে পুলিশ বলছে, তার ওপর হামলা করেছে এবিটি।

আহত ইলিয়াস বিন হেলালীকে দেখতে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। তিনি জানান, আটক মুজাহিদ আনসারুল্লাহ বাংলা টিমের কর্মী বলে তথ্য পাওয়া গেছে। হত্যার উদ্দেশ্যে হেলালীর ওপর হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

মুজাহিদের বিষয়ে পল্টন থানার এসআই জলিল জানান, ইলিয়াস বিন হেলালীকে ছুরিকাঘাত করার অভিযোগে ঘটনাস্থল থেকে মুজাহিদ নামের ওই কিশোরকে আটক করা হয়। সে রাজধানীর হাজারীবাগের বায়তুল রসুল মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম নজরুল ইসলাম। মুজাহিদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার বাবা একটি মসজিদের খতিব। মুজাহিদকে থানায় আনার পর জিজ্ঞাসাবাদে আনসারুল্লাহ বাংলা টিমের সংশ্লিষ্টতা পাওয়ার পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবির উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার সঙ্গে এবিটি বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়াও হামলার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওলামা লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বের হলে দক্ষিণ গেটে ইলিয়াস বিন হেলালীর গলায় ছুরিকাঘাত করা হয়। ওই হামলার জন্য তিনি জামায়াত-শিবিরকে দায়ী করেন। তিনি আরও বলেন, দলীয় কোন্দল থাকলেও এজন্য তার ওপর হামলা করা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল