ও.ইন্ডিজকে ১২৩ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
ওয়াল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ২১তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২৩ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা। এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ক্যারিবিয়ান অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে লঙ্কানরা।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙ্গা টেলিভিশন ও স্টার স্পোটর্স।
ম্যাচটির প্রথম ইনিংসে চতুর্থ ওভারের প্রথম বলেই তিলকরত্নে দিলশানকে (১২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কার্লোস ব্রাথওয়েট। দলীয় সংগ্রহ ছিল ২০। ১২ রান যোগ হতেই রান আউটের ফাঁদে পড়েন আরেক ওপেনার দিনেশ চান্দিমাল (১৬)।
এদিকে সপ্তম ওভারের শুরতেই স্যামুয়েল বদ্রির বলে আন্দ্রে ফ্লেচারের তালুবন্দি হন লাহিরু থিরিমান্নে (৫)। এরপর ইনিংসের নবম ওভারে আবারো উইকেট উল্লাসে মাতেন বদ্রি। প্রথম বলেই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন চামারা কাপুগেদারা (৬)।
একই ওভারের চতুর্থ বলে বদ্রির তৃতীয় শিকারে পরিণত হন মিলিন্ডা সিরিবর্ধনে (০)।
নিজেদের প্রথম ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত শতকে ভর করে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারায় ক্যারিবীয়রা। পরদিনই (১৭ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। ওই ম্যাচটিতে ৮৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিলকরত্নে দিলশান।
টি-টোয়েন্টিতে আটবারের মুখোমুখি লড়াইয়ে ছয় ম্যাচেই জয় তুলে নেয় লঙ্কানরা। এর মধ্যে বিশ্বকাপে ছয়বারের দেখায় পাঁচটিতেই হার মানে ক্যারিবীয়রা। তবে ওই একটি জয়ই ও. ইন্ডিজের স্মরণীয় হয়ে থাকবে। কলম্বোয় ২০১২ আসরের ফাইনালে স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা উল্লাসে মেতেছিলেন স্যামি-গেইল-স্যামুয়েলসরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন