কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
কক্সবাজারের উখিয়া উপজেলায় বেসরকারি সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ সংবাদ মাধ্যমকে জানান, সকালে সোনাপাড়ায় মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।
তবে হাসপাতালে নেয়ার পর চিৎিসকেরা আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেন।
ওসি আরও জানান, হেলিকপ্টারটিতে পাঁচজন যাত্রী ও একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
জানা গেছে ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন