কখনও ৬০ টাকার নোট দেখেছেন?

ছোটকালে হয়ত ১০ পয়সার কয়েন, ২০ পয়সার কয়েন, চার আনা, আধ আনা, এক টাকা, দু টাকা, পাঁচ টাকার কয়েন, এসবই দেখেছেন। তার মধ্যে কিছু প্রাগৈতিহাসিক হয়েছে আর কিছু কয়েন হাতে পেতে হাত উসখুস সকলের। নতুন কিছু বাজারে আসলেই সেটার চাহিদাও থাকে তুঙ্গে, আবার হারিয়ে যাওয়া জিনিসের বাজার মূল্যও আকাশ ছোঁয়া।
এই যেমন ধরুন ১ টাকার একটা বান্ডিল যেটায় ১০০টা নোট থাকবে তা কিনতে ব্যয় করতে হয় ৭০০ থেকে ৮০০ টাকা, আবার ১০০০ টাকার কয়েনের জন্য করতে হয় লাকের অপেক্ষা। যেটা আগে দেখছি এখন আর দেখা যায় না, তার যেমন মূল্য আর চাহিদা অনেক তেমনি যা প্রথম বাজারে আসছে সেটা নিয়েও তো আম জনতার উৎসাহের শেষ নেই।
তবে কখন ৬০ টাকার নোট! না, এটি কোন বাহিরের দেশে নয়, বাংলাদেশেই আছে। তবে এটি স্মারক নোট। ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে বাংলাদেশ ব্যাংক ৬০ টাকার স্মারক নোট (বিনিময় যোগ্য নয়) বের করেছিল। যারা এখনো হাতে নিয়ে দেখেন নাই, তাদের জন্য এই পোষ্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন