কঙ্গোয় মিলিশিয়া হামলায় ৩৪ বেসামরিক লোক নিহত

ণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে রোববার জাতিগত সহিংসতায় অন্তত ৩৪ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তা জোয় বোকেলে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় ৩৪ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তিনি জানান, হুতু সংখ্যাগরিষ্ঠ লুহাঙ্গা গ্রামের একটি শরণার্থী শিবিরে জাতিগত নান্দে মিলিশিয়ারা এ হামলা চালায়।
বোকেলে বলেন, ‘তারা এফএআরডিসি (ডিআর কঙ্গোর সৈন্য বাহিনী)’র অবস্থান লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। একপর্যায়ে মিলিশিয়াদের অপর একটি দল বেসামরিক লোকজনের ওপর ধারালো অস্ত্র ও বন্দুক হামলা চালিয়ে তাদের নির্বিচারে হত্যা করে।’
তিনি আরো জানান, জাতিগত নান্দে গোষ্ঠীর মিলিশিয়া বাহিনী মাই-মাই মাজেম্বে এ হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় এক হামলাকারীও নিহত হয়েছে।
গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে জমির মালিকানা, জাতিগত দ্বন্দ্ব ও খনিজ সম্পদকে কেন্দ্র করে জাতিগত নান্দে ও হুতু গোষ্ঠীর মধ্যে প্রায় দুই দশক ধরে চরম সংঘাত ও উত্তেজনা বিরাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন